Banani Dey   (বনানী)
75 Followers · 43 Following

read more
Joined 14 February 2019


read more
Joined 14 February 2019
28 APR 2021 AT 12:01

কবিতা🌸 = চেতনা

-


29 MAR 2021 AT 21:35

বন্ধনের মধ্যে থেকে মুক্তির যে আনন্দ;
মুক্ত হয়েও মুক্তির মধ্যে সে আনন্দ নেই।

-


6 SEP 2020 AT 10:05

কারো জীবনে প্রবেশের অনুমতি বাঞ্ছনীয়
হলেও চলে যাওয়ার জন্য কোনো প্রকার অনুমতি
বাঞ্ছনীয় নয়....

-


26 AUG 2020 AT 23:13

উচিৎ - অনুচিত

এসবই সবার নিজের নিজের দৃষ্টিকোণ....

-


5 AUG 2020 AT 21:02

Spending a vacation in lockdown...

-


1 AUG 2020 AT 13:18

.....চিঠিতে শুধু আমরা ওপারের মানুষটার ভালো থাকার কথা কল্পনা করে লিখতে পারি " আশা করি ভালো আছো"।

-


16 JUL 2020 AT 19:54

অদ্ভুতভাবে কিছু মানুষ সে সময়ই হাতটা ছেড়ে দেয় ঠিক যে সময় গুলোতে তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে ওঠা যায়...

-


11 JUL 2020 AT 21:09

ভাটার স্রোতেই সাঁতরে গেলে ;
উজানে​ এগোতে আর কজন পারে।

-


10 JUL 2020 AT 21:52

.....একটি উপন্যাস পড়াকালীন চরিত্রগুলোকে আমরা এত সুন্দর ভাবে লালন করি ; যেনো মনে হয় সেগুলো আমাদের অনেক কালের পরিচিত জীবন্ত চরিত্র।

-


10 JUL 2020 AT 16:09

এভাবে হঠাৎ সহস্র দিনের প্রতিশ্রুতি মিলিয়ে যায় এক লহমায় ; ছায়াপথ ধরে হাঁটতে হাঁটতে-
তারাখসা রাতের অপেক্ষা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে;
সেসব 'পুরোনো ছবি ঝাপসা হয়ে আসে' সেই রাতে
কোনো কোণঠাসা ছোটগল্পের প্রেমিক;
তখন প্রাক্তনের দলে যোগ দেয়।

-


Fetching Banani Dey Quotes