অপূর্ণতায় থাকবে তুমি,
মনের সৈকতে,
কিছু প্রেম লুকিয়ে থাকে,
"শেষের কবিতা" তে।-
জীবনের সপ্তসুরে আজ নতুন রূপে সেজো,
মুহূর্ত গুলো সাজিয়ে তুলবে বাদী... read more
যারা সবসময় নেতিবাচক কথা বলেন, সবসময় সমালোচনা নিয়ে থাকেন, যারা অত্যন্ত দুঃখবিলাসী তাদের একটু একটু করে জীবন থেকে দূরে সরিয়ে দিন।
ভালো চিন্তা করুন, ভালো কথা বলুন, অন্যের দোষের আগে তার ভালো গুণ টা কী সেটা লক্ষ্য করুন।
আপনার ভালো চিন্তা ভাবনা, আপনার ভালো কথা অন্যের জীবন কে যতটা না আলোকিত করবে তার থেকেও অনেক বেশি আপনার নিজের জীবন টা কে সহজ করে তুলবে।-
ঘোড়ার কোনো রাজ্য নেই, জানেনা সে যুদ্ধ কাকে বলে,
ঘোড়া জানেনা অস্ত্র কি? জানেনা শাসণ কাকে বলে।
ঘোড়া খাবার খোঁজে।
সঙ্গীর সাথে খেলা করে পাহাড়ে,জঙ্গলে,
নদীর ধারে।
ঘোড়া দৌড়ে বেড়ায় সমুদ্রের তীরে,
ছুটে বেড়ায় দিগ্ দিগন্ত জুড়ে।
ঘোড়ার নেই লোভ প্রতিপত্তি
জানেনা সে কাকে বলে "ধ্বংসলীলা"
চায়না সে শোষণ অত্যাচার,
বোঝেনা সে কাকে বলে, ক্ষমতা দখলের খেলা
ঘোড়ার কোনো শত্রু নেই
সে জানেনা লড়াই কেনো করে
তবুও সহজ-সরল ঘোড়া, একদিন যুদ্ধক্ষেত্রে মরে
ফিনকি দিয়ে রক্ত ছোটে, মাথায় তলোয়ারের কোপ
তার গলা কাটা লাশ, পঁচে মৃত দেহের ভিড়ে
ঘোড়া জানেনা দেশ কী, জানেনা তার ধর্ম কী,
জানেনা সে জাত কাকে বলে,
তবুও সহজ-সরল ঘোড়া একদিন, শহীদ হয়,
রাজ্য লাভের তরে।।-
প্রিয় তাতুন.....
(আমার দাদু কে নিয়ে লেখা
কবিতা টি সম্পূর্ন করেছি আজ...
পুরো কবিতা টি পড়তে পারেন caption এ)-
জানলা দিয়ে চুপ করে তাকিয়ে ছিলাম বাইরের পানে ..... হঠাৎ দেখি একজন ভদ্রমহিলা রিক্সা টেনে নিয়ে যাচ্ছে.... একটা গ্যাস সিলিন্ডার রাখা আছে রিক্সার পাদানিতে.... দুটো বাচ্চা বসে আছে সিটে... তিনজনের মুখেই মাস্ক.... ভদ্রমহিলা রিক্সোটা কে টানতে টানতে ধীরে ধীরে চলে গেলো..... কিছুক্ষণ পরে দেখি ওরা ফিরে আসছে... সিলিন্ডার টা আর নেই... হয়তো নিজের ঘরে চলে গেলো বাচ্চা গুলোকে নিয়ে রিক্সো টানতে টানতে.....
ঘোড়ায় চড়া যুদ্ধরতা নারী তো দেখিনি তবে এটুকু বুঝেছি যে জীবনের ময়দানে যখন যুদ্ধ শুরু হয় তখন সেই যুদ্ধে জেতার সবচেয়ে বড়ো শক্তি হলো ভালোবাসা... 💚... ভালোবাসা আমাদের সবাইকে শক্তিশালী করে তোলে... বাঁচিয়ে রাখে প্রতি মুহূর্তে....-
মনভ্রমরা উড়ে চলেছে আকাশের পানে
খাঁচায় বন্দি শরীর কাঁদে মুক্তির টানে
-
সময়ের সাথে অগোছালো মন
শান্ত হয়ে আসে
বেলাশেষে শিশির বিন্দু
আড্ডা জমায় ঘাসে
মারোয়ার সুরে সেজে ওঠে দিনের শেষ বেলা
জীবন-যুদ্ধে লড়াই শেষে এবার ফেরার পালা-
মহামারী আজ দিয়েছে হানা,
বিষাক্ত শ্বাসের মারণ কোপ
ময়দানে ওই সেনারা নেমেছে
অস্ত্র হাতে স্টেথোস্কোপ
লড়াই লড়ছো মুখোশ পড়ে
প্রাণের মায়া তো করতে মানা
বাঁচিয়ে তোলো জগৎ টা কে
তোমরাই আজ যুদ্ধের সেনা-
জীবন পথে খুঁজে বেড়ায় নতুন সুরের আশা
ইচ্ছে জাগে শিখবো আমি সকল দেশের ভাষা
হৃদয়ের সিংহাসনে হবো সুরের রানী
সৃষ্টি করবো স্বরের জালে নতুন রাগিনি
সকল দেশের সকল কালের সকল সুরের গান
গাইবো আমি নতুন ছন্দে নতুন লয়ের তান
ভাসাবো আজ সুর-নদে আমার গানের তরী
শিখবো আমি নতুন করে প্রাচীন রাগদারি
নতুন করে গানের প্রেমে
অন্ধ যদি হও
সুর মিলিয়ে আমি হবো তোমার গান-ধারী
-