আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি,
এবং আমি সেভাবে ছেড়ে যেতে পারবো না।
তাই যে আমাকে এখানে এনেছে, আমি অধিকারের সাথে চাইছি সে যেন আমাকে আমার আসল বাড়িতে নিয়ে যায়।
- রুমি-
আমি তোমার প্রেমের সেই প্রেমিক,
যার প্রেম ছাড়া আর কোন বৃত্তি নেই।
কারণ যে প্রেমিক হতে পারিনি,
তার প্রতি আমার অপছন্দ ছাড়া
আর কিছুই নেই।
আমি তোমার হৃদয় ছাড়া
আর কোন হৃদয়
খুঁজি না, আমি কেবল তোমার
দিকেই ছুটে যাই।
কোনো বাগানের গোলাপের
গন্ধ আর পাই না,
গোলাপের কাঁটাতে আমার
কোন খেয়াল নেই!
- রুমি-
Don't allow Anger in life because anger destroys the beauty of the heart as well as the beauty of the face.
-
আমি নিজেকে ভালোবাসি, সর্বশক্তিমানকে ভালোবাসি তাই।
যেহেতু আমি দয়ার সাগরকে ভালবাসি,
নিজেকে ভালবাসি তাই।
--মাওলানা রুমি (রুঃ)-
আমার প্রেম- সৃষ্টির মালিক, প্রেমের সাগর, দয়ালু পালনকর্তার সাথে- সমস্ত কল্পনার বাইরে, আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যার কল্পনা আমি স্বপ্নেও করিনি। হে আমার হৃদয়ের শাসক, তুমি যেখানেই যাও...আমাকে ছাড়া যেও না।
- মাওলানা রুমি (র.)-
Love or happiness given to anyone always comes back.
But don't expect it from the same person. Let's believe in giving rather than expecting.-
যতবার তোমাকে ভুলে প্রেম, শান্তি, চির আনন্দের সুমদ্র ছেড়ে মোহের ঝিলে শরীর ভিজিয়েছি। ততবার অতৃপ্তি, যন্ত্রণা, ব্যথাকে বুকে নিয়ে আবার তোমার কাছে ফিরে এসেছি, কারণ তোমার মতো সদয়, শালীন, ক্ষমাশীল অনুভূতির স্পর্শ অন্য কোথাও যে পাইনি।
-হজরত রুমি রা:-
"Distance never separates relationships, Time never builds relationships."
If the feelings of the mind
are right, then the relationship
will be right for
the rest of your life !!-
Instead of speaking too much and wasting your energy, become experienced in the sweetness of introversion.
-
A life without love is of no account. Don't ask yourself what kind of love you should seek, spiritual or material, divine or mundane, Eastern or Western. Divisions only lead to more divisions. Love has no labels, no definitions.
It is what it is, pure and simple.
Love is the water of life. And a lover is a soul of fire! The universe turns differently when fire loves water.
-Rumi-