Baishakhi Mandal   (That little star)
82 Followers · 22 Following

Joined 26 July 2018


Joined 26 July 2018
7 FEB 2021 AT 0:33

শহরের দুঃখ গুলো খুব পুরোনো, অসহায়
যখন তখন মন খারাপের বৃষ্টি নামায়।।

-


17 JUN 2020 AT 1:13

লড়তে লড়তে যোদ্ধারাও একসময় হাঁপিয়ে ওঠে
তবু যুদ্ধ থামে না।।

-


26 MAR 2020 AT 21:22

হটাৎ এই গৃহবন্দী জীবনে যদি....

পুরনো কারুর সাথে অনেক খানি কথা বলা যায়,
যাকে কিছু কথা, বলা হয়ে ওঠেনি বহুদিন আগেই।

ভেঙে যাওয়া কোনো সম্পর্কে জোড়া লাগে আবার,
যে সম্পর্ক শেষ হয়েছিলো শুধু কিছুটা সময়ের অভাবে।

সেই তুলে রাখা তানপুরা টা আবারও বেজে ওঠে টুংটাং শব্দ করে,
যেটাতে জমে ছিল বেশ কিছু দিনের ধুলো।

কিছুটা সময় কাটানো যায় প্রিয়জনদের সাথে,
যারা গভীর একাকিত্বেও তোমার সাথে ছিল।

তবে কিছুদিন গৃহে বন্দী হতে অসুবিধা কোথায়??

-


14 MAR 2020 AT 1:35

ভালোবাসা খুব কাছে এসে যখন ফিরে যায়,
চেনা মানুষটা যখন হঠাৎ করেই বদলে যায়,
ঘোর বসন্তেও তখন,
কালো মেঘের ঘনঘটায়, আকাশ ভেঙে বৃষ্টি নামে।।

-


17 FEB 2020 AT 1:08

Education is way more important than marks and degrees..

-


17 JAN 2020 AT 0:39

"ভালো আছি" সেটা প্রমাণ করতে গিয়েই আমরা দিনের শেষে ক্লান্ত হয়ে পরি।

-


29 DEC 2019 AT 22:30

What is more important,
What you want to hear
Or
What I want to say??

-


22 DEC 2019 AT 1:58

Suddenly life has become so digital that,
Everything starts with accepting,
Then ends by blocking..

-


12 NOV 2019 AT 20:27

Tomorrow will talk about today's decision.

-


1 NOV 2019 AT 1:04

নিভছে আলো ধীরে ধীরে, আকাশ ঢেকেছে ধোঁয়ায়।
মিথ্যে সে সব মান অভিমান -
আজও হয়ত জ্বলছে কোনো নিকোটিনে, দুই আঙ্গুলের ছোঁয়ায়।

আচ্ছা, পুড়িয়ে দিলেই কী সব ফুরিয়ে যায়?
এতই সহজ, সবটা মুছে দেওয়া?

যাইহোক, আজকে না হয় থাক সে সব কথা,
যুক্তিতর্ক; মান - অভিমান, থাক সে সব দূরে।
চেষ্টা কোরো ভালো থাকার নিজের মতন করে।

তবু যদি হঠাৎ কোনো আঁধার রাতে একলা লাগে আবার;
কিংবা ধরো, হঠাৎ করেই মনটা কেমন করে;
সেদিন না হয় খবর দিও, আগের মতন করেই।

-


Fetching Baishakhi Mandal Quotes