Azizul islam 💔
-
Azizul islam
(Azizul islam)
11 Followers · 11 Following
Never prove to be good enough for everyone . . . ! But i am the best for them who understa... read more
Joined 2 January 2020
29 JUN 2021 AT 20:17
আপন করা যায় না তাকে
,যে পর হতে চায়!
ভালোবাসা যায় না তাকে,
যে ভুলে যেতে চায়।-
3 JAN 2021 AT 13:24
বলতে না পারা কথা গুলো
যত্নে সাজাই মনের মাঝে,
কখনো কবিতার ছলে।
কখনো উপমায় ভর করে।
না বুঝলে বুঝাই কেমন করে.?-
13 OCT 2020 AT 18:43
লেখক ঠিকই নিজেকে লিখে,
হয়তো উপমা গভীর।
পাঠক সবাই গল্প ভাবে,
মন বোঝে-না কেউই।-
13 OCT 2020 AT 18:20
ভালোবাসা বড়ই অদ্ভুত
কাউকে দেয় পূর্নতা
আবার কাউকে
দেয় শূন্যতা।😔-
13 OCT 2020 AT 18:17
ভালোবাসা বড়ই অদ্ভুত
কাউকে দেয় পূর্নতা
আবার কাউকে
দেয় শূন্যতা।😔-
9 OCT 2020 AT 20:45
তবুও জীবন বয়ে চলে -
বাস্তবতার পঙ্কিল কর্দমাক্ত পথ ধরে😇
জীবন কেটে যায় ক্যাকটাসের
কাঁটা ঘেরা পথ বেয়ে🌿
জীবনটা আসলে এমনই 🙂-
8 OCT 2020 AT 19:55
কাহার তরে হাত বাড়াইলাম
দূর আকাশ পানে;
উদাসী আমি তাহার লাগি
সে কি তাহা জানে??
❤❤❤-
24 SEP 2020 AT 6:40
রঙের দুনিয়ায় রঙের
মানুষ রঙের কত খেলা,
কারো হাসিতে কারো কান্নাতে
ফুরিয়ে যাচ্ছে যে বেলা✍-