অয়নাংশু দাস   (অয়নাংশু দাস)
270 Followers · 4 Following

read more
Joined 9 May 2020


read more
Joined 9 May 2020

বুকের মাঝে অনুভূতি
আটকে স্মৃতির ফাঁকে
সে যে ছিল তারাখসা
ভাবলে জগৎ যাকে

-



পুড়ছি ভীষণ ভাঙছি রোজই
মনকে করেছি হত্যা
অপমানের বিষম জ্বালায়
আহত ব্যক্তিসত্তা

-



কষ্টেরা সব ভাটার সমান
আসুক জোয়ার সুখের
ভাসুক হৃদয় আনন্দেতে
স্থান নেই আর দুখের
খুশির ছোঁয়ায় মাতুক জীবন
ঠোঁটে থাকুক হাসি
হিংসা ভুলে চলো সবাই
আবার ভালোবাসি
কান্নাগুলো থমকে যাবে
আসবে মনে হর্ষ
হৃদয় থেকে সবার জন্য
শুভ নববর্ষ

-



নির্বাচন
জনগন রোদে পোড়ে শরীর ভেজে ঘামে,
অতি সাধারণ জীবনচক্র বিক্রি চরা দামে।
ভোটের প্রচার মানুষের ভিড় প্রতিশ্রুতির সারি,
একটু জিরিয়ে ফিরছে আবার কুড়ির মহামারী।
বেতন সেতো নগন্যপ্রায় কটুকথার তোপে,
পেটের খিদের অভিমান মূল্যবৃদ্ধির কোপে।
ভাতার উপর চলছে জীবন চাকরি তুমি কোথায়?
সমুদ্রেতে উত্তাল ঢেউ জীবন জলের ফোঁটায়।
তুমি আমি সবাই সমান অভাব কড়া নাড়ে,
সমস্যা আজ দুমুখো সাপ উভয়দিকে বাড়ে।
রাস্তার ফাটল মেরামত হয় মনের ফাটল স্থায়ী,
খুশির ছোঁয়া অল্পসময় ক্ষণিকে উদ্বায়ী।
বিলাসিতা বাক্সবন্দী পেটের জোগাতে ভাত,
পরিশ্রমের হিসেব মেলায় কড়া পরা হাত।
বিনা দোষে শাস্তি পেয়ে জীবন চলছে ধুঁকে,
প্রতিক্ষণে অপমানেরা দানা বাঁধছে বুকে।
নির্বাচন নির্বাচন প্রচারে রঙের বাহার,
জীবন তবু সাদাকালো চায় দুমুঠো আহার।
অভাব মেটাতে ভাবছো তুমি আসবে কোন সরকার?
নিজের ভাত নিজে জুটিয়ে ভোট দেওয়াটাও দরকার..

-



জীবনে সবকিছু ঠেকে শেখার থেকে দেখে শিখতে শিখুন।সবকিছু ঠেকে শিখতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর একবার ক্ষতি হয়ে গেলে সেখান থেকে শিক্ষা নিয়ে পরে সেই ভুলের পুনরাবৃত্তি না হয় করলেন না কিন্তু যে ক্ষতি হয়ে গেলো সেটার ভরপাই কি করে করবেন?অনেক সময় ক্ষতির পরিমাণ অনেক বেশি মারাত্মক হয়।হ্যাঁ সবক্ষেত্রে দেখে শেখা সম্ভব নয় কিন্তু যতটা বেশি পারবেন দেখে শেখার চেষ্টা করবেন।ক্ষতিটা আপনার তাই সচেতন থাকুন।বেপরোয়া হবেন না।এখনকার যুগে কোনো কিছুই অসম্ভব নয় সব সম্ভব তাই সাবধান থাকুন।সাহসিকতা আর বোকামির মধ্যে পার্থক্য বুঝুন।একটা কথা সবসময় মাথায় রাখবেন “Always precaution is better than cure".....

-



একলা হয়ে পড়ছি ভীষণভাবে
আগলে তোমায় রাখার কিছুই নেই
তোমায় নিয়ে ভাবনাগুলো থাকুক
নতুন করে বলার কিছুই নেই

-



পুরুষ তুমি দায়িত্ব নেবে টানবে সংসারের ঘানি
বুক ফাটলেও তোমার চোখে আসে না যেনো পানি
বেকার হলে শোনাবে কথা যে পারবে সেই
রোজগার ছাড়া তোমার সম্মান এক্কেবারেই নেই

যতই তুমি হওনা ভালো কেইবা কাছে আসবে?
থাকলে টাকা সবাই তোমায় কত্ত ভালোবাসবে
সবার মুখে ফুটিয়ে হাসি নিজের বুকে কর
ভাবো যদি নিজের কথা তুমি স্বার্থপর

কর্ম শুধু করবে তুমি তোমার কিসের মন?
একলা তুমি করবে লড়াই কেউনা আপনজন
সবার শত সমস্যাদের সমাধান তুমি একা
তোমার যদি সমস্যা হয় পাবেনা কারোর দেখা

নিজের আঘাত সইবে একা ঘামে যাবে ভিজে
হোকনা যতই রক্তক্ষরণ ওষুধ তুমি নিজে
দুঃখ বলে আছে কিছু?পুরুষ দুঃখ সয়না
পুরুষ হলো যন্ত্র শুধুই তাদের কষ্ট হয়না...

-



দরকার আমার টাকার
লোকে দিচ্ছে জ্ঞান
নিজেই আমি জ্ঞানী
তাদেরটা নিমু ক্যান?

-



পড়েছি যখন নিজেই হোঁচট খেয়ে
নিজেই আবার সামলে ঠিকই উঠবো
নিজের পায়েই বিশ্বাসটা রাখি
অন্য হাতের ভরসা কেনো করবো

-



মিথ্যে শুনতে বড্ড ভালো লাগে
সত্যি কথায় বুকে জমে কষ্ট
স্পষ্ট কথার অভদ্র হয় যারা
তারাই আজ লোকসমাজে নষ্ট

-


Fetching অয়নাংশু দাস Quotes