আছে উষ্ণ চাদরে মুড়ে রাখা
ছোয়ার পরশে যে নেই নুয়ে মাথা তোমার কোমল হৃদয় এর আগে
সেই মায়া ভরা কাঠগোলাপের স্নিগ্ধতায় তো হয় এ মন মুগ্ধ বারেবারে❤️-
লেখায় ফুটিয়ে তোলা
মাথার উপর ছাতা
যার বুকের বাঁ পাশে সর্বদা পাবে আশ্রয়
তার নাম যে বাবা❤️-
সেগুলোই তো মন ভালো করার রসদ
মন কেমন এর সঙ্গী পাওয়া যে মুশকিল বড়ো
নিজের মনের দায়িত্ব থাক নিজেরই
করা যাক এই নিজেকেই নিজের মন কেমন এর সঙ্গী
কারোর অপ্রত্যাশিত চাহিদার ভার হয়ে নই
নিজের কাছেই নিজের প্রত্যাশিত ভাব হয়ে থাক আমার এই মনকেমন🖤-
স্রোতের মতন ভেসে আসবো আবার
স্বপ্নের চোরাবালির সেই নীল ছন্দে গাইবো আবার
মাঝির নৌকার উপর ঝড় তুলে এগিয়ে যাবো সুদূর দূরে
তোমার হাতছানির ছোয়াই আবার মিলিয়ে যাবো ওই নদীর বুকে💜-
জীবনে সেই মানুষ টাকে ঠায় দিও প্রিয়
যে ক্ষণিকের প্রেম হতে নয়
সারাজীবন ধরে তোমার ছায়ার মতন ভালোবাসা হতে আসবে💜-
🥀 *পরিত্যক্ত প্রেম*🥀
অন্ধকার সেই নিষিদ্ধ গলিতে অপেক্ষাতে আমি আজও আছি তোমার।।
সেদিন যখন শরীরী আস্বাদন অনুভব করতে করতে কথা দিয়েছিলে আমায় বের করে নিয়ে যাবে এই জঞ্জাল থেকে।।আত্ববিশ্বাস এ ভরে উঠেছিল দুই চোখ আমার।
কিন্তু কই সেই যে গেলে তুমি আর যে এলেনা ফিরে
তবে কি তোমার আমার প্রেম টাও নিছক পরিত্যক্ত প্রেমই ছিল শুধু?-
প্রশ্ন করে গেছি রোজ
একই আশায়
হইত একদিন ঠিক উত্তর দেবে মন
নিজেকে নিজেরই প্রশ্নের।-
এক পশলা বৃষ্টির এই আবেগী সুরে
মেঘ খুঁজে চলেছে তার বসন্তের দিনকে
আমি তোর অপরিপূর্ণতার ছায়ায় গুটিয়ে নিয়েছি নিজেকে অন্তরের বহিকুণ্ঠায়
গিয়েছিলাম বারবার তোর খোঁজে সুদূর সেই মেঘেরই ছায়াপথ ধরে
তবু ফিরে আসতে হয়েছিল বারবারই শূন্য হাতে শূন্য বুকে
হাহাকারের রৌদ্র তপ্ত বালির পথে।🖤-
বৃষ্টি মুখর এই দিনে
মেঘলা আকাশের আবদারে
বসেছিলাম তোকে নিয়ে লিখতে এক চিঠি
লেখার শেষে মনে পড়লো...
ডাকবাক্স এর ঠিকানা যে নেই আমার কাছে।❤️-