Ayanav Purkayastha   (Ayanav Purkayastha)
30 Followers · 9 Following

Joined 7 May 2019


Joined 7 May 2019
3 AUG 2023 AT 23:46

জীবনের কিছু দূর্বল সময় অনেককেই তার অজান্তে শক্তিশালী বানিয়ে দেয়।

-


27 JUL 2023 AT 11:34

।।আত্মবিশ্বাস।।
--অয়নাভ পুরকায়স্থ --

মন বলে যাই, দূরের তারে পাই
স্বপ্নের পাখি আমি, আকাশ উড়িয়ে।
আত্মবিশ্বাসের ছায়ায় পথ হেঁটে যাই
শক্তির অগ্নি জ্বালাই, প্রয়াস বাড়িয়ে।

আকাশের গতি আমি, মঙ্গল পাই
ভবিষ্যতের দিকে অন্ধকার ভেঙে যাই।
শক্তির আলো সমুদ্রের মতো ভাসে
আত্মবিশ্বাসের নক্ষত্র আমার দিকে চেয়ে হাসে।

-


2 JUL 2023 AT 23:14

Problems are our best friend,

Because of it we know our capabilities.

-


21 MAR 2023 AT 11:16


।। কবিতার আবেগ।।
অয়নাভ পুরকায়স্থ

সময়ের পারাপারে, সব কিছু ফিরে আসে
তার সুর টাই যেন আমার কবিতায় ভাসে।
জীবন রঙিন হউক , হউক বেদনার অভাব
কবিতার টানে যেন পাল্টে যায় মলিন ভাব।

কত কুঞ্জকুটির দেখি আমি স্বপ্নের দেশে
তার প্রতিভিম্ব জেগে উটে কবিতার বেশে।
ভাবতে ভাবতে ফুরিয়ে যায় সময়ের বেলা
সেই মুহূর্ত নিয়ে শুরু হয় কবিতার খেলা।

দুঃখের টানে ব্যাথিত হয় মনের কোমল সুর
কবিতার ভাষায় প্রকাশ পায় এক অচিন্তপুর।
সেজে উটে কত শত উৎসব নানা আনন্দে
তার পরিচয় পায় সবাই কবিতার ছন্দে।

কত শব্দ গড়ায় আমার অশ্রু ধারায়
সেই কষ্টের বেদনা আমার কবিতায় বোঝায়।
কত সহস্র অনুভূতি নিয়ে বসে থাকি একা
তারই সঙ্গী হয়ে চলে আমার কবিতা লেখা।

-


16 FEB 2023 AT 18:22

Some moments are more memorable than achievements

-


5 OCT 2022 AT 17:58

শুভ বিজয়া

উৎসবের শেষে, আনন্দ ছেড়ে
বিদায় জানাই আজ তোমায়
ছিলে আমাদের ঘিড়ে এত দিন
তোমার শক্তিদায়িনি রূপে।
তিন দিন টানা অঞ্জলীর পর
আজ কেমনে হয়ে গেল তোমার ভাসান।
আনন্দ উল্লাস পরিনত হল চোখের জলে
আবার আগমনের জন্য রইল সবাই দিল খুলে।
দশমীতে আজ জানাই সবাইকে শুভেচ্ছা প্রাণভরা
তোমার অশেষ কৃপায়, থাকে যেন সবাই ভালো জীবন ও সারা।

-


26 JUL 2022 AT 15:21

which can hang your life

-


25 JUL 2022 AT 23:54

Quarrel is not the end of any frustrations, rather it gives birth to more frustrations.

-


25 JUL 2022 AT 0:00

"Hope for a soundless night welcoming a bright day"

-


24 JUL 2022 AT 23:52

Poems are not written for enjoyment rather to recreate the emotions.

-


Fetching Ayanav Purkayastha Quotes