উৎসব সকলের ভাল কাটুক অামার কামনা,
তবে সর্বহারা মানুষদের কথা জানিনা ৷
ওদের নিয়ে ভাববার প্রয়োজনও নেই,
স্তব্ধ হলে চারিদিকের কোলাহল হৈ চৈ,
অালোর রোশনাই নিভিয়ে দিও কেউ ৷
এক ঘুমে সকাল হয় যেমন,
অামার উৎসব শেষ হোক তেমন ৷-
অামার ছেলেটা মিনমিনে গো বেচারা হবে
অামি হেটে গেলে গোবর জলে উঠোন ধুতো
যারা উঁচু জাত তাদের দেওয়ালে দিই মুতে ..,-
Log eisa hi hote hai ki baad naseeb jaha paye
Jo sab matlab me chale uske hi paas jaye...
Ek janam me to tum bahot kuch dekhi hai
Ye nehi samjhi hum Istemaal karnewala se nehi hai...
Janamdin Mubaarak
Jaha bhi rahena, khush rahena-
ভালোবাসি বলে তোমার Irritation যত,
সব মুছিয়ে চলে যাব অামি অামার মত ৷
সুখি তো শেষদিন হব, বলবে যখন অামায়,
"কিভাবে কাউকে এতটা ভালোবাসা যায়?"-
দুজোড়া পা দুটো মন
একই লক্ষ্যে সারাক্ষন
দৈব প্রেমে ভেজে সমুদ্দুর
বাড়ল ঢেউ অারেক ধাপ
ভেঙে বালির কেল্লা গড়ার পাপ
স্বপ্নে মিলায় বস্তু তর্কে বহুদুর-
বেশ তো হলো অনেক বাত
তর্কে তর্কে কাটলো রাত
নিভলো মনের অালো
জ্বললো অন্ধকার...
দার্শনিক এই অবসাদ
মুখে তেতো তেতো স্বাদ...
একটু কাছে যাওয়া
তোমায় চুমু খাওয়া
হলো না অামার....
অার একটু কাছে অাসা
তোমায় ভালোবাসা
হলো না অামার...
-
তোমার পাশে থাকতে দিয়ে
অামার অারও কাছের হয়েছো,
তোমাকে এখন প্রয়োজন ছিল
দুরে সরিয়ে বেশ করেছো,
ঘৃনা অবহেলা দিয়েছো অামায়
অামাকে অামার প্রাপ্য দিয়েছো ৷
অামাকে অামার প্রাপ্য দিয়েছো ৷৷-
মুছলে গালের আবির তুমি; মিলিয়ে গেল টোল।
বুকের ভিতর রক্তক্ষরণ, বাইরে সেটাই দোল...-