Atiur Rahaman Molla  
793 Followers · 609 Following

পার্থিব জীবন ছলনাময়(8536993600)
Joined 26 June 2019


পার্থিব জীবন ছলনাময়(8536993600)
Joined 26 June 2019
17 NOV 2020 AT 22:27

- : জন্মদিন : -

জানিনা আমি ছিলাম কোথায়
কী রূপে
কোন দেশে কোন তেপান্তরে।
মরণ শেষে পাপ-পূণ্যের বিচার মাঝে
দাঁড়িয়ে ছিলাম তখন
কি হয়ে পাবে পরবর্তী জন্ম ?
শূনতে পেলাম বিচার শেষে
পূর্ণ্য জোরে ধার্য হলো মানব জনম মরে ,
মনটা তখন বেজায় খুশি মানব জনম পেয়ে।

মানব হয়ে জনম নিলাম মাতৃগর্ভ থেকে ,
কাঁদতে কাঁদতে ভূমিষ্ঠ হলাম মায়ের কোল থেকে।
জনম যখন হল আমার ধারা অগ্রহায়ণে
শীত তখন এসেছে পৃথিবীর আনাচে-কানাচে।
ঠিক আজকের এই দিন ভরা অগ্রহয়াণে
শীতের কুয়াশায় কান্না লুকিয়ে
জন্মে ছিলাম আমি মায়া মমতায় টানে
এই ধরনীর মায়ের কোলে ।।

-


17 NOV 2020 AT 21:59

-: শুভ আগমনি : -

আবার একটা নতুন দিন ,
নতুন জীবনের নতুন পদক্ষেপ ,
ভুলিয়ে দিক যত কালো ।

মনের গভীরে হাজার স্মৃতি
তোর উষ্ণ অক্ষরে ।
ভালোবাসার অবুঝ বন্ধন
কারণ-অকারণের আবদারে।

মোর জীবনের একটা অংশ
তোর নামেতেই রচিত।
সুখ গুলো সব আগলে রাখিস
আর দুঃখ অবাঞ্চিত।

সব সময় ঠোঁটের কোণে
ফুটিয়ে রাখিস হর্ষ ।
জন্ম দিনে ভালো থাকিস
এবং সারা বর্ষ ।।

-


6 OCT 2020 AT 19:46

-: উনিশের প্রথম দিন :-
আঠারোটি বসন্ত পেরিয়েছি , অভিনয়ে গিয়েছে দিন,
স্বপ্ন দেখেছি তৃপ্তিদায়ক , জীবন কেটেছে বেরঙিন।
বর্ষার কালো মেঘে দিয়েছি
মোর আবেগী উষ্ণ আঁখিজল।
গুমরে কাঁদেছি একাকি , তবু্ও
ভালোবাসা বিলিয়েছি সবার ,
বুঝতে দিইনি কারো , কষ্টে পেয়েছি বুক।
সামনে হেঁসেছি ,বলেছি সকলের ,
জীবনে মোর অনেক সুখ।।
উনিশের আজ প্রথম লগ্নে স্বপ্ন গুলি জাগিয়ে নেবো
আশা কিছু নেই মনে ,আছে একটাই-শুধু , মানুষের মতো মানুষ হবো।।

-


12 AUG 2020 AT 13:48

এমন কে আছে যে.....
' তোমার বিপদের সময়
হাত বাড়িয়ে দিতে দ্বিধাবোধ করেনি '











-


5 JUL 2020 AT 20:54

- : নব রূপে জাগো :-
স্বাধীন ভারত মাতা, তুমি কি সত্যি স্বাধীন ?
কেন তবে এত হানাহানি , কাতরতা !
তোমার বুকে ঝরে ।
এত কেন বিচ্ছিন্নতা , স্বার্থপরতা
ধান্দাবাজি আর রুচিহীন রাজনীতি।
স্বাধীন ভারত মাতা, তুমি কী সত্যি স্বাধীন ?
আজ কাল টাকার জোরে কত কি না হয়
খেটে খাওয়া নিরীহ গরীব হতদরিদ্র মানুষ,
জেলে থাকে বারো মাস
আর দাগী আসামী পায় চির খালাস।
মিথ্যে প্রতিশ্রুতির জোরে জননায়ক হয়
দেশের জনগণের জন সেবক।
দেশের গুণ্ডা, মোস্তান পায় পুরস্কার আর
লম্পটরা হয় দেশ প্রেমিক
এ যে বড়োই আজব জিনিস।
বীর যোদ্ধা বীর মাতা রুপে নারী হতে চায় ধন্য
কিন্তু আজকের সমাজ তার মনের জোরকে
করে দেয় একেবারে পণ্য।
এ সব দেখে তাই তো আজ
লজ্জা পায় বিবেক আর বোধ পডে ঘুমিয়ে।
তা তো তোমায় জিঞ্জাসি মা গো.........!
তুমি কি সত্যি স্বাধীন ?
যে দিন আবার তোমার বুকে জন্ম নেবে
মাষ্টার দা বিনয়-বাদল-দীনেশ ,
নেতাজী, প্রীতিলতা সে দিন মা গো গুজব যাবে মুছে যাবে এ পাপের আন্ধকারতা।
_____ ফারহানা খাতুন

-


14 APR 2020 AT 7:11

।। পয়লার চুক্তি ।।
-- আতিউর রহমান
আজও ভালোবাসা খোঁজে তারা অবয়রে ,
শ্মশানের পোড়া লাশে দেখে বন্ধুত্বর বীজ!
নিশাচর সাজে ঘুম ত্যাগ , হুতুম পেঁচার মত।
খোঁজে তার অনামী পরশকে এক ফালি রোদে !
দেখেও দেখে না , ইচ্ছেদের অবুঝ নেশাকে আঁকড়ে ;
যন্ত্রণা ধেয়ে আসে তবু মাঝে মাঝে, অলিখিত চুক্তিতে।।

কথার ভিড় করে যখন, সময় ভোলে কাঁটাকে বিঁধে,
বিষ চায় মৃত দেহ আবারও, অমূলক সৃষ্টির জন্ম-বিচ্ছেদ !
যোগাযোগে মুছে গেলেও, থাকে যেন স্মৃতিরা বোধদয়ে।
আজও ভালোবাসা খোঁজে তারা প্রতি জীবের জন্ম লগ্নে ,
ভিড় ঠেলে চলে মৃত্যুর দেশে, সব ছেড়ে ভিন দেশে!
শুধু এক মুঠো বন্ধুত্ব খোঁজে অকপঠে ,পয়লা হবার নম্বরে।।

-


11 MAR 2020 AT 12:03

I AM ATIUR RAHAMAN
MY CONCERT NO IS 8536993600
My gmail -atiur7151@gmail. Com

-


7 MAR 2020 AT 16:07

আমি তোমাকে ভালোবাসি না !
তোমাকে আশ্রয় করে নিজেকে
ভালোবাসি।।
[ভেবে দেখুন ]

-


11 JAN 2020 AT 20:19

আমি জ্বরে থরথর করে কাপছি তার কোলে মাথা দিয়ে...
এমন সময় সে বলতে লাগে...
তুমি কি আমার ' ভালোবাসো '...!
সেই আবেগই হল ম্যাজিক....!

-


9 JAN 2020 AT 19:08

লড়াই আমার রক্তে যে নাই
তাই বলে ভেবো না নাইকো দম!!
গরিব হতে পারি তাই বলে
ধরতে পারবে কী বামন চাঁদ ?
বড়ো পোনা গিলছে ছোটকে
দেখছি মোরা দর্শক হয়ে।
আজ দেখ কত রঙ্গিন পোনা
ক্ষুধা নিবারণে আসে তোমার কাছে ।
মধ্যপ্রাচ্যে আজ জ্বলছে আগুন
হবে কী তাহলে আরও একটি লড়াই ?

-


Fetching Atiur Rahaman Molla Quotes