Athena Banerjee   (Athena)
9 Followers · 10 Following

|| P R E T E R N A T U R A L ||
Joined 31 October 2019


|| P R E T E R N A T U R A L ||
Joined 31 October 2019
15 MAY 2022 AT 2:41

"স্ব" এর সংজ্ঞা সত্যিই পরিবর্তনশীল
বারবার তাই তোর অস্তিত্ব অস্বীকার করেছি
শুধু শ্বাস্বত সত্যটাকে একান্ত আপন করতে চেয়ে
প্রচেষ্টার প্রচন্ড বিফলতা অভিযোগেও
কেন একরাশ সুখের প্রত্যাশিত মন
ক্ষণিকের তিরস্কারে এত ব্যাথা পায়

-


19 JAN 2022 AT 0:39

ব্যথার কার্যকারণটা কি নিছকই একান্ত
নাকি আজও রুবি রায় ডেকে বলে ,
"তোমাকে কোথায় যেন দেখেছি ! "

-


11 NOV 2021 AT 17:54

অমৃতের সন্ধান নামেমাত্র
ভালোলাগে বিশ্বাস করতে
তার বাগানের সেই অজানা ফুলটা
আজ আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি

-


11 OCT 2021 AT 20:22

চেনা রাস্তার অমলিন স্মৃতিদের ভিড়ে
ছন্নছাড়া এক মানুষের হঠাৎ মুলাকাত
গম্ভীর ব্যাক্তিত্বে এক অকপট সরল স্বীকারোক্তি
মুগ্ধতার রেশ যেন মুহূর্তের পাহাড়
যেন চাতকীর কি ভীষণ সেই তেষ্টা
আরও একবার ছুঁতে চাওয়ার

-


30 JUN 2021 AT 10:40

পাহাড়ি ফুল

জাতিসত্তাকে হার মানিয়ে দেদার লড়াই যার
তাকে ঘিরেই আজ যত বক্তব্য অন্যায় আবদার
মোহময়ীর রূপকথা যেন গ্লানির গন্ধে ছন্ন
একটুকু প্রাণ সাক্ষ্য উজান দুর্বার লাবণ্য
শস্ত্র সাথে শতদল হাতে উমার আবির্ভাবে
পাহাড় কন্যা হয়ে অনন্যা তোমাতেই জন্মাবে

-


17 JUN 2021 AT 3:12

সময়ের সাথে পরিবর্তনটা সহজাত হলেও
পরিবর্তনে সহজাতদের সময়ের অপেক্ষা নিষিদ্ধ

-


11 JUN 2021 AT 0:19

বিঁধে থাকা কাঁটাদের রক্তক্ষরণ প্রাপ্য
আঘাতের সমারোহে অনুচক্রিকার যুদ্ধ
যেন আত্মগ্লানীর আদালতে ন্যায় বিচার এক কাব্য

-


8 JUN 2021 AT 23:09

ও মাঝি ,নিয়ে যাবে
সেই না পাওয়া অতীতের দেশে ?
যেখানে দুঃখগুলো হাতছানি দেয়
সুখের তবক বেশে

-


3 JUN 2021 AT 3:50

মরচে পড়া জানলার ব্যাকুলতা
আজও সেই রঙচটা সময়ের সাক্ষী

-


9 MAY 2021 AT 0:24

আকাঙ্ক্ষিত মেঘেদের দেশে বৃষ্টি এক চেনা ডাকনাম
কি দারুণ সেই আসক্তির প্রবলতা
যেন ভিজতে চাওয়া চাতকের অপেক্ষার ইন্তেকাম

-


Fetching Athena Banerjee Quotes