There's a story in lurk
Few words spoken, few lost
The pages I didn't like
Couldn't be torn
Because it's not just a parable
It's moving canvas, it's life-
Where have you been for last few months
Were my eyes closed for long or you were just missing
Yes, I am feeling cold -this is February chill
I am wading in dark, shine on me I need to heal
I need thy light and a new path to traverse
It's been a disappointing journey, I need to be out of this
Evaporate the glum on face and incinerate the pain
Shine on your warmth, I have long been shivering in rain-
তোর ফোনের আশা আর করিনা
মন খারাপের জঞ্জাল ও অনেকটাই সাফ হয়েছে
তোর কথা জানতে ইছছে হলেও
তোর খবর পেতে আর ইছছে করে না
আগের মত পাগলামি আর অবসাদের জাল ভয় দেখাতে পারে না
সত্যিটা মেনে নিয়ে নতুন করে চলতে শিখছি আবার
মনটাকে ভেঙে ফেলে অন্য নকশায় গড়ে
নতুন করে সাহস কুড়িয়ে নিয়ে
নিজের মুখোমুখি হলাম
আজও তোর অভাব তীব্র
আজও চোখে হঠাৎই অগুনতি জল
অজান্তেই শুকিয়ে যাওয়া ঠোঁটে
তোর গল্পের আনাগোনা
ভাল আছি এভাবেই ভুলে থেকে
আমি একা তবে একাকী নয়
তুই তোর নতুন আদরেও একা অসমপূর্ণ
তোর মুখ অবচেতনে আমার ই মুখে এসে মেলে
কেদে নিস তখন কাননা পেলে
কাটা ঘুড়ির খোঁজে যেমনটি হন্যে হয় সুতো
যদি কেদে ফেলো তাড়াতাড়ি সামলিয়ে উঠো
-
মুখ লুকিয়ে রাখি
মিথ্যের জাল হাজার রঙ
মায়ায় শরীর ঢাকি
মুখোশ পরা মাথার ভিড়ে
চোখে প্রেমের দাবি
মানুষ কেনা মানুষ বেচা
হৃদয় খোঁজার চাবি
তার চেয়ে নয় থাকছি নিজের মত দূরে
বাচছি আমি বাসছি ভালো অতীত বুকে করে
-
তখনো কি তুমি থাকবে অচেনা
একটু পাক ধরবে চুলে
চামড়ায় ধরবে টান
তখনো অভিনয় করে যাব তোমাকে ভুলে
যেন নতুন তাণে বেধেছি গান
তখনও তোমায় দেখতে চেয়ে তৃষ্ণার্ত মন
ব্যাকুল হবে কান্না পাবে যখন
বুকের মাঝে আটকে থাকবে আফশোষের ঘনত্ব
তোমার আমার প্রেমের মাঝে বেড়েছে শুধুই দূরত্ব
তখনও তুমিই আমার প্রিয়তমা●●●-
ফিরে যেতে চাই সেখানেই
যেখানে রাস্তা দুভাগ হয়েছিল তোমার আমার
হয়তো কিছু কারণ খুঁজে পাব
হয়তো কিছু হারিয়ে যাওয়া শব্দ কুড়িয়ে পাব
একটু কান্না পেলে চোখ মুছে নেব আলগোছে
কথার ওপর শ্যাওলা জমে খনিকেই ভুল বোঝে
আরেকবার চাই তোমার হাতের কোমল ছুতে
তোমায় জড়িয়ে তোমাতেই হারিয়ে যেতে
তোমার সাথেই জীবন সাজিয়ে নিতে
আরও এক বার তোমার রঙে রাঙতে চাই
সহস্র যোজন দূরেও আজো তোমায় ভালোবেসে যাই-
I keep going going back
Where we met the first time
Where my hand rubbed against yours
Where I borrowed to bask in your shine
I keep going back there
Where our souls met
I keep visiting those memories
I yearn for you and eyes get wet-
For me you were the green of the grass
Colour of the spring in lush
Soft of the lips
Elation too and nervous heart beats
For me you were what it meant God
Chime in rhythmic applaud
For me you were the meaning of love
Breathing in each other like you dwell in me
-
Amar akash meghla garo
Brishti chaiche sukie jaoa mon
Gras kore nis amay, vijie dis aro
Dheke rakhis aral kore chokh kadbe jotokhon
Aj amar akashe megh koreche
Boddo kalo charidik
Amar mone vrom dhoreche
Khujche toke dikbidik
Rongmilantir rong haranoy
Amar golpera dolchhut hoe palay
Tobu jani jodi bristi name
Lukono valobasa jomie rakha khame
Tor nam lekha, pouche jabe tor kache
Ramdhonute sajie nis prem tor valobasar sathe
-