Asmita Saha   (কলমে অস্মিতা)
15 Followers · 8 Following

read more
Joined 2 March 2019


read more
Joined 2 March 2019
16 JUL AT 16:23

তোমার চোখে থেমে থাকে সময়,
চুপচাপ হাসিতে বৃষ্টি নামে।
বন্ধুত্বে মেশা একরাশ শান্তি,
তোমার পাশে থাকলেই আসে পূর্ণতার প্রাপ্তি।

-


2 JUL AT 1:50

যখন তোমার কেউ ছিল না,
আমিই ছিলাম সাথী।
আজ অন্য কারোর জন্য সময় আছে,
আমায় দিলে শুধু ফাঁকি।
যখন তোমায় বলেছিলাম—
“আমার হবে কি তুমি?”
ভান করেছিলে না শোনার মতো,
অথচ কারো ছিলে তুমি—
নিছকই দামি।
এখন যখন ভালো বন্ধু ভাবি তোমায়,
তোমার কিছুটা হলেও জানার পর,
চলতে চেয়েছিলাম একসাথে পথ—
তাও ফিরিয়ে দিলে।
খারাপ লেগেছিল কিছুটা আমার,
কিন্তু মানিয়ে নিয়েছিলাম
সময়ের সাথে।
একবার শুধু বলেছিলাম—
“আসবে কিনা?”
তুমি ফিরিয়ে দিলে, এই বলে যে—
“সবক্ষেত্রে যাওয়া সম্ভব নয়।”
আজ তবে এটুকু বলেই শেষ করব—
হয়তো কখনো ভালো বন্ধু হতে পারিনি,
তাই হয়তো এত দূরত্ব।
বন্ধু, তুমি ভালো থেকো,
নিজের জগতে ব্যস্ত থেকে।
আর করবো না তোমায় বিরক্ত,
দিনশেষে মেসেজ করে।

-


29 JUN AT 0:15

হাজারখানেক ভিড় জমে,
তার মাঝেও খুঁজি ফিরে,
শূন্যতা যখন ঘিরে ধরে,
অবহেলাতেই কলম ধরি...।

-


10 MAY AT 2:40

জীবন শেষ করার নয়, বাঁচার নাম।

মানুষের জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে হতাশা, চাপ, আর একাকীত্বে অনেকেই সুইসাইডকে বেছে নিচ্ছেন। কিন্তু ভাবুন একবার—এটাই কি শেষ উপায়?

না, কখনোই নয়।

সমস্যা থেকে পালিয়ে বাঁচা যায় না, বরং সমাধান খুঁজে নিতে হয়। জীবন একটাই—তাতে ওঠা-পড়া থাকবেই। কিন্তু তার মানে এই নয় যে নিজেকে শেষ করে দিতে হবে।

ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন।
আপনার চলে যাওয়া তাদের জীবনেও গভীর শূন্যতা তৈরি করে দেয়।
একটু থামুন, ভাবুন, কথা বলুন।

মন খারাপ? ভেঙে পড়েছেন? কথা বলুন। কাউকে বলুন। কাউন্সেলরের সাহায্য নিন।

সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়—এটাই সত্যিকারের সাহস।

জীবনকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসুন। সমস্যার মুখোমুখি হন। আপনি একা নন।

-


23 FEB 2024 AT 21:47

আমি ছিলাম তার কাছে অল্টারনেটিভ অপশন হিসেবে
যাকে ইচ্ছা করলেই ব্যাকস্পেস দিয়ে নিমেষেই মুছে ফেলা যায়...

-


27 FEB 2023 AT 23:40

অবাধ্য মনের নেই কোন জানালা
হারিয়ে যাওয়াতেই রয়েছে একরাশ ভাবনা...

-


26 JAN 2023 AT 0:59

ভালোবাসা হেরে যায়
রয়ে যায় অপেক্ষা
আর স্মৃতিরা ইতিহাসের
সাক্ষ্য বহন করে...



-


28 DEC 2022 AT 18:30

দু বছর হয়ে গেল
আজও তোমাকে খুঁজে বেড়াই
রাতের মধ্য গগনে
তারাদের ভীড়ে
সময়ের সাথে ৬ টা ঋতু আসে,
রেখে যায় একরাশ ভালো -খারাপ স্মৃতি
শুধু পেলাম না তোমাকেই
আজও বসে আছি তোমার প্রতীক্ষায় .....

-


15 NOV 2022 AT 1:36

জীবনে এগিয়েছি যতোবার
ততোবারই হেরেছি ভীষন ভাবে
মানিনি হার
লড়ে গেছি বারবার
আর কাছের মানুষের
ভুল বোঝার কারণ হয়েছি বহুবার।

-


30 JUL 2022 AT 23:59

এই জীবনে দেখলাম অনেক কিছুই
প্রিয়জনের সাথে বিচ্ছেদ
বিশ্বাসঘাতকতা
বন্ধু বিচ্ছেদ...
আর সবশেষে নিজেই ঠকে গিয়ে
অন্যের একরাশ বিরক্তি,অবহেলা
আর গাদা গাদা মিথ্যে প্রতিশ্রুতির
কারণ হওয়া ...

-


Fetching Asmita Saha Quotes