Asik Laskar  
13 Followers · 4 Following

Joined 14 May 2018


Joined 14 May 2018
2 JAN 2019 AT 19:19

ভারতের উন্নয়ন হচ্ছেনা?চেঁচাতে ইচ্ছা করছে?
কিন্তু "পাঁচশালা বন্দোবস্তের" দেশের জমিদার কী রাজস্ব আদায় না করে জমির উন্নতিসাধন করবে?
"স্বত্বহীন প্রজা"-দের কথা কী মধ্যস্বত্বভোগী শ্রেনী পেরিয়ে জমিদারের কাছে পৌঁছোয় কখনো?
আকাট আর কাকে বলে.... 😒😒

-


19 OCT 2018 AT 18:19

বহুদিন পর সেই এঁদো গলি টা পার হয়ে এসে পড়লাম বড়রাস্তায়।
তবে রাস্তাটা কেমন যেন অচেনা লাগছে...
পার্টির পতাকা হাতে বিশাল জনস্রোত..
"মিছিল" বেরিয়েছে,
সেদিনের মতোই ;
যেদিন গোরা সাহেব..বন্দুক. জয় হিন্দ..
সব গুলিয়ে যাচ্ছে।কিচ্ছু মনে পড়ছেনা..
আমি কী একটু বেশি দিন বিছানায় পড়ে ছিলাম!
সব এতো অচেনা লাগছে কেনো।
মাথায় মনে হয় চোটটা বেশিই লেগেছিল..
আজকে তারিখ টা কত?
১৮৯৯ এর অক্টোবর না নভেম্বর!!
আর "মিছিল" এ জয় হিন্দ তো বলছেনা,
"২০১৯ নির্বাচন-এ......"কীসব যেন বলছে..
তবে কী...........
আমার দেহ ভেদ করে একটা কুকুর চলে গেল আপনমনে!!


-


18 OCT 2018 AT 22:04

ফিরে কী লাভ!
পিছুটান যে নেই..
না'ই বা বাড়ালাম আর মায়া.... 💔
অতীত টা অতীতেই থাক,
নোনাজলে ভাসাই আমার ফেরারি
কার কী আসবে যাবে,যদি আর না ফিরি

-


17 OCT 2018 AT 13:44

about ghost,but i don't wanna sleep alone in night😂😂

-


13 OCT 2018 AT 11:21

হায় রে কপাল!
সিনিয়র রা বেবি ডল আর ক্লাসমেট ফুটবল 😭😭

-


Seems Asik Laskar has not written any more Quotes.

Explore More Writers