10 JUN 2019 AT 21:00

তুমি আমি দুজনে
চলো যাই হারিয়ে
ওই নীল আকাশের
সীমান্ত পেরিয়ে।
তুমি আর আমি
স্বপ্নে বিভোর হয়ে
হারিয়েছি আজ
এই মিথ্যে দুনিয়াকে।
বাঁচার নতুন আবেগে আজ
মেতেছে আমার মন
শুধু চেয়েছি তোমায়
ভালোবাসতে সারাজীবন।

- অরূপ (চিরকুট) ✍️