অভিমান ফেলে এসে
দেখো
কিছু সম্পর্ক হারিয়ে যায়
থেকে যায় স্মৃতিগুলো
সময় কখনো বোঝেনি তাদের
তারাও হয়তো ভালোবেসেছিল ।
-
বর্ননার মধ্যে বেঁচে থাকার নামই জীবন
উপসংহার হলে সবই শেষ
��
Follow me... read more
অপ্রেমিকা হতে চেয়েছিলো বলেই
ভালোবেসে ছিল সে গোপনে
ছেড়ে যাওয়া তার
ইচ্ছেতেই ছিল লুকিয়ে
যাওয়ার সময় বলেছিল
দেব আমি সব ফিরিয়ে।
চলে গেছে সে বছর তিনেক আগে
নিছকই এক মিথ্যা বাহানা দিয়ে
বলেছিল আমায় পরিবার আমার
নেবে না তোমায় মেনে
মিথ্যা ছিল প্রতিশ্রুতি সব
সব গিয়েছিলাম জেনে।-
বাইরে তখন হাওয়া ঝোড়ো
তুমি এখন অন্য কারো
ফেলে আসাদের ঠিকানা নেই জানি
অতীত আমায় ডাকছে কাছে দিয়ে হাতছানি।-
তুলে আনি মহাশূন্য
আকাশগঙ্গা পেড়িয়ে
ভালোবেসে যাবো তোমায়
দিগন্ত ছাড়িয়ে।
তুলে আনি মহাশূন্য
ভালোবাসার আড়ালে
ভালোবেসে আমায় তোমার
মায়ার জড়ালে।-
হেঁটে যাওয়া পথ বসন্ত হতে পারত
শুধু তুমি চাইতে যদি
মন ভাঙা ছেলেটিও পাল্টাটে পারত
শুধু তুমি ভালোবাসতে যদি
পলাশ ফুলের মালাটিও
আমাদের পথ চলার সাক্ষী হয়ে দাঁড়াত
শুধু তুমি হাতে হাতটা রাখতে যদি
কোকিলের কুহু সুরে আচ্ছন্ন হয়ে যেতাম
ভালোবেসে কাঁধে মাথা রাখতে যদি!!
হেঁটে যাওয়া পথ বসন্ত হতে পারত
শুধু তুমি ভালোবাসতে যদি।
-
সত্যি কি ফেরা যায় না
সেই চেনা পথের বাঁকে
সব অচেনা চেনা হয়েছিল যেখানে
শুরু হয়েছিল একসাথে পথ চলা আমাদের
নতুন পথের সন্ধানে।
সত্যি কি ফেরা যায় না
সেই চেনা মানুষটির কাছে
ভালোবেসে নিজের সবটুকু
দিয়েছিল যে তোকে !-
সাদা কালো জীবনে
লেগেছিলো রঙিন ছোঁয়া
এক নিমিষে বুঝিয়ে দিলে
বৃথা ছিল তোমায় নিয়ে স্বপ্ন দেখা।
অন্ধকারময় জীবনে
আলোর আভাস নেই
রঙিন হবার প্রতিশ্রুতিতে
সাদা কালোই রয়ে গেল সেই।-
এমন কোনো ঝড় আসুক
বেড়ে উঠুক দূরত্ব
হারিয়ে যাবো যেদিন আমি
বুঝবি আমার গুরুত্ব।-
রোদের খামে লিখেছি তোমায়
তোমার মিষ্টি হাসি
সত্যি কথা বলছি বাবাই
তোমায় ভালোবাসি ❤️-
হারিয়ে যাবো যেদিন আমি
পড়বে আমায় মনে
একফোঁটা জল আসতে দিও
তোমার চোখের কোনে
সেদিন যতই ডাকবে আমায়
দেবোনা আমি সাড়া
হয়ে যাবো সেদিন আমি
নীল আকাশের তারা।-