Arup Sarkar   (অরূপ (চিরকুট) ✍️)
21 Followers · 14 Following

read more
Joined 17 May 2019


read more
Joined 17 May 2019
24 SEP 2021 AT 15:42

অভিমান ফেলে এসে
দেখো
কিছু সম্পর্ক হারিয়ে যায়
থেকে যায় স্মৃতিগুলো
সময় কখনো বোঝেনি তাদের
তারাও হয়তো ভালোবেসেছিল ।

-


6 APR 2021 AT 15:07

অপ্রেমিকা হতে চেয়েছিলো বলেই
ভালোবেসে ছিল সে গোপনে
ছেড়ে যাওয়া তার
ইচ্ছেতেই ছিল লুকিয়ে
যাওয়ার সময় বলেছিল
দেব আমি সব ফিরিয়ে।
চলে গেছে সে বছর তিনেক আগে
নিছকই এক মিথ্যা বাহানা দিয়ে
বলেছিল আমায় পরিবার আমার
নেবে না তোমায় মেনে
মিথ্যা ছিল প্রতিশ্রুতি সব
সব গিয়েছিলাম জেনে।

-


5 APR 2021 AT 9:46

বাইরে তখন হাওয়া ঝোড়ো
তুমি এখন অন্য কারো
ফেলে আসাদের ঠিকানা নেই জানি
অতীত আমায় ডাকছে কাছে দিয়ে হাতছানি।

-


4 APR 2021 AT 12:09

তুলে আনি মহাশূন্য
আকাশগঙ্গা পেড়িয়ে
ভালোবেসে যাবো তোমায়
দিগন্ত ছাড়িয়ে।

তুলে আনি মহাশূন্য
ভালোবাসার আড়ালে
ভালোবেসে আমায় তোমার
মায়ার জড়ালে।

-


3 APR 2021 AT 15:33

হেঁটে যাওয়া পথ বসন্ত হতে পারত
শুধু তুমি চাইতে যদি
মন ভাঙা ছেলেটিও পাল্টাটে পারত
শুধু তুমি ভালোবাসতে যদি
পলাশ ফুলের মালাটিও
আমাদের পথ চলার সাক্ষী হয়ে দাঁড়াত
শুধু তুমি হাতে হাতটা রাখতে যদি
কোকিলের কুহু সুরে আচ্ছন্ন হয়ে যেতাম
ভালোবেসে কাঁধে মাথা রাখতে যদি!!
হেঁটে যাওয়া পথ বসন্ত হতে পারত
শুধু তুমি ভালোবাসতে যদি।

-


2 APR 2021 AT 8:51

সত্যি কি ফেরা যায় না
সেই চেনা পথের বাঁকে
সব অচেনা চেনা হয়েছিল যেখানে
শুরু হয়েছিল একসাথে পথ চলা আমাদের
নতুন পথের সন্ধানে।

সত্যি কি ফেরা যায় না
সেই চেনা মানুষটির কাছে
ভালোবেসে নিজের সবটুকু
দিয়েছিল যে তোকে !

-


1 APR 2021 AT 12:59

সাদা কালো জীবনে
লেগেছিলো রঙিন ছোঁয়া
এক নিমিষে বুঝিয়ে দিলে
বৃথা ছিল তোমায় নিয়ে স্বপ্ন দেখা।

অন্ধকারময় জীবনে
আলোর আভাস নেই
রঙিন হবার প্রতিশ্রুতিতে
সাদা কালোই রয়ে গেল সেই।

-


1 APR 2021 AT 12:44

এমন কোনো ঝড় আসুক
বেড়ে উঠুক দূরত্ব
হারিয়ে যাবো যেদিন আমি
বুঝবি আমার গুরুত্ব।

-


31 MAR 2021 AT 17:53

রোদের খামে লিখেছি তোমায়
তোমার মিষ্টি হাসি
সত্যি কথা বলছি বাবাই
তোমায় ভালোবাসি ❤️

-


13 MAR 2020 AT 10:23


হারিয়ে যাবো যেদিন আমি
পড়বে আমায় মনে
একফোঁটা জল আসতে দিও
তোমার চোখের কোনে
সেদিন যতই ডাকবে আমায়
দেবোনা আমি সাড়া
হয়ে যাবো সেদিন আমি
নীল আকাশের তারা।

-


Fetching Arup Sarkar Quotes