Who dares count the stars !
With the staring eye
Most the brightest seems to cry .
Have the clouds more hidden treasures
Those forbidden, unknown spy
Behold ! All are busy to count them
One, two, three, four ...and little more try
Sighs fall on chest, and breathing high
Night slackens with another sky
Dim the light dim the power
Glittering stars become faded
In the forlorn sky.
-
It's the day of silence
Cold wind ,we shivering at the
Night's desert
It's twenty-five o'clock
On the ivory wall,
More silence be there
The untouched memory we will make
It's the rust nib pens down
Peeling its own shell
The bonfire we made
Be the mark of the
Deserted pin drop.
-
Looking for a hand
Miles to go..
Knocking a Someone's door
Wake up from low
Till it's rain
Waiting upon dry
Much drops on the the face
Relished the last tear and cry....
-
রাতদিন বাড়ছে insomniac online
নানা ভাবে ভাঙছে পাঁজরের বাঁধ
এপাশ ওপাশ করে
পারদ নামে সময়ের ,
শীর্ণ কাঁথার জীর্ণ শরীর
কাঁপতে থাকে ঠান্ডায়
মুখে হাত চাপা দিয়ে
ফিক করে হাসে শিক্ষা ।
-
পথ দেখে হেঁটে চলা পথিক
আজ পথ খুঁজে বেড়ায়,
সত্য আর স্বত্বের যে জটিল ধাঁধা
গুঙরে মরে যন্ত্রনায়।
আশীর্বাদের নাম করে যে অভিশাপ
কুড়িয়ে নিল পাঁজর ভাঙ্গার অছিলায়
ছেলেটি আজ পাশ ফেরে
ভোরের আলোর কল্পনায় ।
কত শত শব করে রব রব
জীবন্ত স্বপ্নেরা বাঁচে মরুবৃক্ষে
বৃষ্টি পড়ুক এবার নবজাগরণের
ক্লান্তি ভরা বীরসমুদ্রে ।-
রাতের আকাশে তারা গুনে
যারা ভোর করে,
বৃষ্টি ভেজাক তাদের চোখের পাতা
মেঘে ঢাকা তারাদের নিঃসার্থ ভালোবাসা
গুঙিয়ে কাঁদে
ওপারে পারদ চাপে শীতের।
-
হাতের নাগালে এখন সময়ের লাটাই
ঘুড়ি ছিড়ে কবে উড়েছে খোলা আকাশে,
ঝর্নার পাথর চেরা বুক বুঝতে দেয় না
কত শত ক্ষত লুকিয়ে রেখেছে তাতে
সাদা ধবধবে ফেনায় আলো পড়ে সূর্যের
আমরা আকাশ খুঁজি।-
অমাবস্যার তিথী ধরে যারা চাঁদের মুখ দেখতে চায়
জীবন তাদের জন্য,
আমরা তো জীর্ন মৃত
কুয়োর পাঁচিল ঘেঁষে তারা গুনি
শব্দে নিঃশব্দে বাক্যবিলাসে
পক্ষীরাজের ঘোড়ায় চড়ি
শক্ত বাঁধনে বেঁধে যারা দাঁড় টানে উল্টোস্রোতে
জীবন তাদের জন্য,
আমরা তো শুধু ভেসে চলি ।-