চল্ হারিয়ে যাই কোনো গোলোক-ধাঁধায় ...
-
গোধূলি আলোয় আমি তোমারে দেখেছি ,
গোধূলি আলোয় আমি অনুভব করেছি ,
গোধূলি আলোয় তোমার হাত ধরেছি ,
গোধূলি আলোয় তোমারে ভালোবেসেছি।।-
আমার কলম হারিয়ে গেছে ,
লিখতে বসেছি তোমার-আমার গল্প।
কয়েকটি পাতা বাকি রয়ে গেছে ,
গল্প লেখা আর হলো না শেষ।-
বৃষ্টি পড়ুক এই দেহ জুড়ে, তৃষ্ণা হোক ক্ষীণ...
তোমার আমার দেহ, সে তো এক আত্মায় লীন ।।-
তারপর হঠাৎ একদিন এল সেই ভয়ঙ্কর, কুৎসিত জিনিসটা, ঝড়। মেঘেকে নিয়ে গেল সে। আর তার সাথে সাথে মেঘের সব স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়ে গেল। মেঘ অনেক লড়াই করল, কিন্তু পারল না ঝড় কে আটকাতে। তাকে যেতেই হল ঝড়ের সাথে।
এই কথাগুলো ভেবে ভেবে মেঘ অনেক কাঁদল আজ। কেন সে তার আকশকে চিনতে পারছে না আজ? সে জানে আকাশ তাকে ভোলে নি আজও, সে আবার আকাশের বুকে মাথা রেখে স্বপ্ন দেখতে পারবে, অনেক স্বপ্ন। শুধু কিছু সময়ের অপেক্ষা, সেটা পেরোতে পারলেই আর কোনো বাধা থাকবে না।আবারও আকাশের বুকে বিলীন হয়ে যাবে মেঘ।-
মেঘ বুঝতে পারছে না কেন কাঁদছে সে, আনন্দে নাকি দুঃখে? নাকি দুটোর মিলিত প্রকাশ এই কান্না? তবে তার আজ খুব কান্না পাচ্ছে। আজ হঠাৎ আকাশের দেখা পাবে এভাবে সেটা সে কখনোই ভাবে নি। কই মেঘ তো কোনোদিন কিছু দাবি করে নি আকাশের কাছে...শুধু চেয়েছিল একটু আশ্রয় তার বুকের মাঝে, চেয়েছিল একটু ভালোবাসা। কিন্তু সেসব স্বপ্ন যে মেঘের পূরণ হবে না তা সে কখনোই ভাবে নি। আজ মেঘের খুব মনে পড়ছে তার অতীতের কথা...
তখন মেঘ এবং আকাশ দুজনেই ছিল নিজের খেয়ালে ব্যস্ত। মেঘের তখনও দেখা হয়নি আকাশের সাথে। তারপর হঠাৎ একদিন তাদের দেখা হয়। আকাশের বুকেই মেঘ তার সমস্ত সুখ খুঁজে পায়। আকাশও তাকে সুখী রাখার প্রতিশ্রুতি দেয় সারা জীবনের জন্য। অনেক স্বপ্ন দেখে মেঘ, নিজেকে সবচেয়ে সুখী মনে হয় তার। কিন্তু মেঘের একটাই ভুল ছিল শুধু, সে কখনো ভবিষ্যৎ দেখে নি।-
|| গল্পের সব চরিত্র কাল্পনিক নয় ||
আজ অনেক দিন পর মেঘ কাঁদল, বৃষ্টি হল গোটা শহর জুড়ে। প্রায় অনেক দিন হল মেঘের সাথে আকাশের দেখা নেই। সেই কবে ঝড় এসে তাদের আলাদা করে দিয়েছিল, মেঘকে আকাশের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। কই মেঘ তো যেতে চায় নি, সে তো চেয়েছিল তার গোটা জীবনটা আকাশের সাথেই কাটাতে। কিন্তু হঠাৎ কী যে হল...সব ছিন্নভিন্ন করে দিয়ে চলে গেল ঝড়।
মেঘের এখন আর কান্না পায় না, নিজেকে বড় সামলে নেয় সে। কিন্তু আজ আর সে নিজেকে সামলাতে পারল না কোনোভাবেই। সে যে আজ বহুদিন পর আকাশের দেখা পেয়েছে। কিন্তু আকাশ তো তাকে কাছে ডাকে নি আগের মতো, আকাশ তাকে চিনতেই পারেনি। এ তো তার আকাশ নয়, তবে এ কে? কস্তুর্রীমৃগের মতো মায়ায় বেঁধে রেখেছে...তার মায়াময় চোখ এখনও মেঘকে আকৃষ্ট করে।-
ঝলমলে রঙ, চওড়া কাজল অনেক রাতের কান্না ঢাকে,
বেশ্যাদেরও হয়তো কোথাও একটা প্রথম প্রেমিক থাকে।-
সেইদিন আবার আসিবে কবে ?
তোর দিকে একই ভাবে থাকবো আমি তাকিয়ে....
আর সময় যাবে পেরিয়ে....-