Arunima Dey   (Arunima)
86 Followers · 65 Following

ভালো রাখার জন্য ভালো থাকাটা জরুরি
Joined 16 November 2017


ভালো রাখার জন্য ভালো থাকাটা জরুরি
Joined 16 November 2017
18 MAR 2022 AT 8:54

আনন্দের রং লাগুক প্রাণে,
বাতাসে আজ সুবাস।
পলাশের রঙে রাঙা
আজ বসন্তের বাস।

শুভ দোল উৎসব।

-


13 NOV 2021 AT 10:19

কিছু মানুষ জীবনে থেকেও,
বিলীন হয়ে যায়।
কিছু মানুষ না থেকেও,
অন্তঃস্থে রয়।

-


15 OCT 2021 AT 22:30

বাতাসে আজ বিষাদের
সুর,
মনের আঙিনা সিক্ত।
মা আজ কৈলাস গামী,
মর্তে মলিন বাদ্য।

শুভ বিজয়া সকলকে। বড়দের জানাই প্রণাম, বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ছোটদের ভালোবাসা। সবাই ভাল ও সুস্থ থাকবেন, মায়ের কাছে এই নিবেদন।

-


8 AUG 2021 AT 11:55

Count on them who are present when you are struggling to get success.
Cause after success you will find millions to take the glory.

-


5 AUG 2021 AT 22:54

আমি পথ পানে চাই
এই ভাবনায়,
আবার আসিবে ফিরে
তুমি এক রজনী।

-


13 JUL 2021 AT 14:01

স্মৃতি বনে বাসা।
কোথাও প্রেমের পরশ,
কোথাও কোলাহল।
কোথাও ট্রামের টিং টং,
কোথাও শপিং মলের হাওয়া।
কোথাও পাড়ার মোড়ে
রাজনৈতিক আলোড়ন,
কোথাও সোনার বাংলা
ব্যাবসায়িক আলাপন।
এ শহর আজও স্বপ্নবোনে
ঐক্যের বন্ধন।

-


13 JUL 2021 AT 13:50

make you busy
and fill the rest

-


13 JUL 2021 AT 13:49

If you want to smile
First pay for it through pain...

-


6 JUL 2021 AT 23:37

অভিমানী বৃষ্টি যেন
অচেনা আস্তানা,
চেনা ঠিকানায় জল জমেছে
মন ভোলানো খেলা।

-


2 JUL 2021 AT 8:25

positive vibes, healthy life
and a blissful start...


-


Fetching Arunima Dey Quotes