Arpita Paul   (অর্পিতা)
252 Followers · 13 Following

Joined 11 February 2018


Joined 11 February 2018
21 FEB 2022 AT 14:31

মানুষের অন্তহীন চাহিদার কাছে "আমরা" চিরকাল অসহায়.....

-


21 FEB 2022 AT 11:29

ভাঙ্গা ঘরে তবুও নিশ্চিতে থাকা যায়
কিন্তু যে ঘর
প্রতিদিন একটু একটু করে ভাঙ্গে
সেই ঘরেই তো ভয়!!

-


21 SEP 2021 AT 9:48

ঘটে যাওয়া সব কিছুই সত্য,
মিথ্যা যা সবটাই কল্পনা...

-


12 SEP 2021 AT 16:05

মিথ্যা শব্দের কোলাহলের চেয়ে,
কঠোর নীরবতা প্রিয়....

-


1 JUN 2020 AT 17:20

কোথাও কোথাও প্রয়োজনের বেশী খাদ্য বিলি হয়,
কোথাও ক্ষুধার্ত শিশু ইতিহাসের জন্ম দেয়।

-


19 APR 2020 AT 21:11

আমার ব্যস্ত শহরটা আজ ভীষণ শান্ত
দোকানপাট খোলা নেই, অফিস যাবার তাড়া নেই, স্কুল-কলেজও বন্দ,
কোথাও কোনো দাঙ্গা নেই, কোলাহল নেই, ফেরিওয়ালার হাঁক নেই,
উৎসবের আয়োজন নেই, হঠাৎ যেন হারিয়ে গেছে ছন্দ।

আমার ব্যস্ত শহরটা আজ ভীষণ শান্ত
ফুটপাতে বসে পুতুল বিক্রি করা মেয়েটা আজ নিখোঁজ,
হরেক রঙের বেলুন সাজিয়ে দাঁড়িয়ে থাকা ক্যাবলা ছেলেটার দেখা নেই,
প্রেমিক-প্রেমিকার ভীড় নেই, মোড়ের মাথায় আড্ডাটাও হয় না রোজ।

আমার ব্যস্ত শহরটা আজ ভীষণ শান্ত
ব্যালকনি থেকে শহরে যখন চোখ রাখি
দিনের শুরু থেকে শেষ রাত, গোধূলির আলোয় শূন্য রাজপথ;
এপ্রান্ত থেকে ওপ্রান্ত মানুষ যে আজ বন্দি খাঁচার পাখি।

-


24 DEC 2019 AT 21:17

সময় হয়, সব হয়;
শুধু সময় হয় না...

-


19 NOV 2019 AT 20:00

ভালোর কখনো ভালো হয় না;
সময় খারাপ হলে,
ছায়াও তখন সাথ দেয় না।

-


23 AUG 2019 AT 0:23

মানুষ কেমন বদলে যায়!
সময় হলে, সুযোগ বুঝে।
কিন্তুু
মোড়ের মাথায় ল্যাম্পপোস্টটা..
আগের মতই জ্বলে-নেভে।

-


19 AUG 2019 AT 21:13

হৃদয় ভাঙে বার বার
যায় না শোনা শব্দ তার...

-


Fetching Arpita Paul Quotes