ভালোবাসি তোমায় ?
অনেক ভালোবাসি ?
নিজের থেকে অনেক বেশি ভালোবাসি ,
কিন্তু আজও সাহসের অভাব ,
আজও ভয় হয় বন্ধুত্ব নিয়ে ,
ভয় হয় যদি বন্ধুত্ব নষ্ট হয় ,
ভয় হয় তোমাকে হারানোর ,
ভয় হয় তোমাকে না পাওয়ার ,
যদি কখনো তোমাকে হারাই
জানবে আমি হয়তো বেঁচে আছি
কিন্তু এই মন চিরতরে হারিয়ে গেছে ৷৷- অর্পিতা ( কথা ও কবিতা )
15 JAN 2018 AT 2:16