Arpita Mariners Samanta   (অর্পিতা ( কথা ও কবিতা ))
37 Followers · 2 Following

জীবন বাঁধা দুঃখ-সুখে
তারই ছন্দ আমার কলমে ৷
Joined 18 July 2017


জীবন বাঁধা দুঃখ-সুখে
তারই ছন্দ আমার কলমে ৷
Joined 18 July 2017
10 APR 2022 AT 16:35

বারবার পরিস্ফুটিত হয়েছে
আমার তুচ্ছতা ।
দীর্ঘ এক পথ শেষে দেখি
আবার আমি একা ।

-


2 OCT 2021 AT 8:26

বিশ্বাস করা একপ্রকার ছেড়ে দিয়েছি
কারণ জীবনে চলার পথে সর্বদা
বিশ্বস্ত মানুষের চেয়ে অবিশ্বস্ত মানুষের
সাথে পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে

-


9 JUL 2021 AT 9:02

যে ভালোবাসে তাকে দূরে সরিয়ে রাখো,
আর
যে চলে যেতে চায় তাকে নিয়ে স্বপ্ন দেখো ।

-


25 JUN 2021 AT 17:58

আমাকে কোন নাম ধরে ডাকতে পছন্দ করো

-


19 JUN 2021 AT 8:28

মানুষ চেনা কঠিন কর্ম,
ভ্রান্তি বোঝায় আসল মর্ম।
বিশ্বাস করা ভীষণ দায় ,
ঘাতক কি আর সবাই হয়।

-


19 JUN 2021 AT 8:16

ভগবান
কাউকে গুণ বেশি দেয
কাউকে রূপ বেশি দেয়
কাউকে অর্থ বেশি দেয়
কাউকে সুখ বেশি দেয়
আর
আমাকে বোধ হয়,
চোখের জল বেশি দিয়েছে
অকারণে কেবল ঝরে যায়. 🤣🤣🤣

-


15 JUN 2021 AT 8:28

মনের অন্তরে যার বাস,
সেই তো দেয় কষ্ট একরাশ।
তুমি তো থাকো তার অপেক্ষাতে,
সে কিন্তু খোঁজে তোমার বিকল্পকে।

-


8 JUN 2021 AT 13:25

যখন শেষ সময় ডাক দেবে,
অপূর্ণ সব কাজ ফেলে যেতে হবে ।

তখন কি কেউ আর রাখবে মনে,
ছিলাম যে আমি সবার মাঝে।

-


1 JUN 2021 AT 15:42

মেয়েরা তাদের মনের কথা চট করে বলতে পারে না,
অপর জনের প্রতি কেয়ার করা, চিন্তা করা, তার প্রতি বিশ্বাস, তার খেয়াল রাখা
এইসব যথেষ্ট তার ভালোবাসা প্রকাশ করার জন্য..

-


29 MAY 2021 AT 18:51

ভাবছি

দুই-তিন দিন মৌনব্রত রাখবো



-


Fetching Arpita Mariners Samanta Quotes