আজ আমি চলে যাচ্ছি ৷ দূরে , অনেক দূরে ৷
যেখান দিয়ে আর ফেরা যায় না ৷
কিন্তু আমি আসবো , অবশ্যই আসবো ,তোমার জন্য আসবো ৷
হয়তো এই জন্মে না , পরের জন্মে ৷
সেই জন্মে আমি যেন তোমাকেই পাশে পাই ৷
আমার সারাজীবনের বন্ধু হিসাবে ৷- অর্পিতা ( কথা ও কবিতা )
6 MAR 2018 AT 22:19