A shock is needed in life, only then will light begin to shine through the darkness.
-
চোখে তোমার মধুর আলো,
দিন দিন আমি হচ্ছি ভালো,
হারিয়েছি শুধু বিষাদ কালো,
ফুটিয়েছি শুধু নিজের ভালো,
এগিয়েছি শুধু নিজের লেখা,
তোমার সাথে তো হয়নি দেখা,
লিখেছি অনেক তোমায় নিয়ে,
আসছি আবার লেখা নিয়ে,
এগোচ্ছি তো সমুখপানে,
তোমারই দেশের এক শহরে,
আধুনিকতার হাতে ধরে,
ছিনিয়ে নেবো উন্নতিকে,
এগিয়ে যাবো নিজের পথে,
বাস্তব করে ভাবনাটাকে।।।
-
হৃদয় মাঝে রেখেছি তোমায়,
দেখেছি নতুন ছবি,
তুমি আমার দিনের শেষের ফুটে ওঠা এক রবি,
বানিয়ে দিয়েছো আমায় তোমার সুন্দর এক কবি,
তবু তোমায় নিয়ে আঁকবো আমি দিনের শেষে ছবি,
তোমার ওই ডিপি দেখে লিখছি এই লেখা,
তোমার সাথে কবে যে আমার হবে বলোতো দেখা,
মন তো বলে ছবি দেখে লিখতে হবে লেখা,
তোমার দেখে শেখা আমার নতুন কবিতা লেখা,
সেই লেখাতে ফুটে ওঠে আলাদা এক নেশা,
তুমি আমায় দিলে এক নতুন রকম পেশা,
লিখতে লিখতে হাঁপিয়ে গেলেও লিখবো আমি লেখা,
তবেই তো হবে আমার অনেক কিছু শেখা,
মনের মত ছবি রেখে দেখালে তোমার Pose,
তাই দেখে অনলাইনে দিলাম তোমায় Rose,
সবুজ শাড়িতে লাগছে তোমায় বড্ড Beautiful,
Sunglass টা দিলে তোমায় লাগতো আরও Cool,
মিটিয়ে দিলে আমার যত অবস্থা ছিল Pathetic,
তোমার ওই ছবিখানি বড্ড বেশি Aesthetic...
-
জীবন একটা যুদ্ধক্ষেত্র এবং যাত্রা, সেখানে তোমার ups and downs আসবেই, জয় পরাজয় আসবেই, কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে তোমায় লড়তে হবে এবং চ্যালেঞ্জ নিয়ে অনেককিছু জিততে হবে, হবেই নাহলে তোমার নিজের কিছু মানুষ ও haters রা তোমাকে অপমান করতে তোমার পিছু ছাড়বে না।
-
Let the fight go on, win not lose, let the stubbornness grow, find yourself there strong and wise silently in your own way.
-
Just as the waves of the sea and the rotation of the earth do not stop, in that way human efforts in good deeds should not be stopped.
-
জীবন
জীবন বড় অদ্ভুত জিনিস,
কখনো হাসায় কখনো কাঁদায়
কখনো আবার দুটো কে মেলায়
কখনো কখনো ঠিক বলে দেয়
অন্য কখনো মিল খুঁজে দেয়
মনেই হোক বা বাস্তবেই,
বন্ধুত্বেই হোক বা প্রেমেই।।।-
Books and friends are both very useful in life, but friends stay for a time where only memory and experience exists, but books stay with us where memory and knowledge exists for the rest of life.
-
If the strength of the mind is accompanied by the strength of will and if there is presence for the love for that action, it will always be successful.
-