চাতকের প্রতি,
দূর দিগন্ত পেরিয়ে মেঘের দল যেখানে মিশেছে
দুহাত প্রসারিত করে, সেদিক পানে কখনও চেয়েছো?
শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া গাছের তলায়
শিউলি ফুলের আঘ্রাণ, কখনও অনুভব করেছো?
দুপুরের রোদ-তপ্ত পরিবেশে দূর হতে ভেসে আসা
কোনও রাখাল ছেলের বাঁশির সুর, মন দিয়ে শুনেছো?
কংক্রিটের নির্জীবতা ছাপিয়ে সূর্যাস্তের পর
গ্রামের মেঠো রাস্তায়, কোনদিনও কি হেঁটে দেখেছো?
পড়ন্ত বিকেলে শহরের কোলাহল ছাড়িয়ে
নির্জন নদীতটে, কখনো কী বসে থেকেছো?
গঙ্গাপাড়ের শ্মশানে চুল্লীর গনগনে আঁচে
কোন এক অসাড় দেহকে, কখনও পুড়তে দেখেছো?
অমাবস্যার রাত্রে অন্ধকার বিদীর্ণ করা
জোনাকীকে, একদিনও কী হাতের মুঠোয় ধরেছো?
কল্পনার সীমা ছাড়িয়ে স্বপ্ন কেন উর্দ্ধাকাশে ডানা মেলে
সেকথা কি কোনদিনও, একলা ঘরে বসে ভেবেছো?
হয়তো ভাবোইনি এলোমেলো ভাবনাগুলো......
সবসময় দৌড়ানোর চেষ্টাই করেছো,
জীবনটাকে যদি একটা দৌড় মনে করো
জীবনকে তাহলে উপভোগ করবে কবে?
বলতে পারো.....??-
যেখানে সব শেষ, সেখানেই হয়ত শুরু-
দূরের দিগন্তে তারারা ঘুমায়,
রয়ে যায় স্মৃতিরা শুধু!-
শহর জুড়ে হুমকির বাণী
কোথাও রেপ, কোথাও খুনোখুনি
শহর জুড়ে আজ বিষাক্ত বাতাস
কোথাও ভাগাড়, কোথাও আলিঙ্গনে হাত✋-
শহর জুড়ে হুমকির বাণী
কোথাও রেপ, কোথাও খুনোখুনি
শহর জুড়ে বিষাক্ত বাতাস
কোথাও ভাগাড়, কোথাও আলিঙ্গনে হাত-
শহর জুড়ে ব্যস্ততায়-
কার্নিশে আর গলির মোড়ে
হারিয়ে গেছে নরম বিকেল
ধুলো জমা আড্ডার ঠেকে!
হলুদ পাখি আর আসেনা,
ঘুড়ির সুতো আর কাটেনা
থেমে গেছে গানের কলি
ছেঁড়া তার আর গিটারে!!-
হঠাৎ মনে পড়ল তোমায়
কাজল চোখ আর ঝুমকো কানে
শহর জুড়ে ব্যাস্ততায়
ভিড়ের মাঝে একলা পথে-
হঠাৎ করে পড়ল মনে
তোমার সাথে পথের মাঝে
মন খারাপ আর হারানো সুরে
কফির কাপে শেষ চুমুকে-
আবার আমি ভিজতে চাই
পথের বাঁকে গলির মোড়ে
তোমার হাতে হাত রাখতে চাই
তোমার সাথে একই পথে
পা মিলিয়ে চলতে চাই!
আবার আমি আরেকবার
তোমার সাথে ভিজতে চাই
পথের বাঁকে ঝিলের ধারে
তোমার চোখে চোখ রাখতে চাই
তোমার হাতে হাত রেখে
আমার কথা বলতে চাই!!-
রঙিন আকাশ ধূসর মেঘ,
তাদের মাঝে 'আজ' সুরের আবেশ।
বাদুড়ে রঙ আবিরে সঙ,
বন্দি ফ্রেমে কয়েদ আবেগ।
বেলুন পিচকিরি ঘুরি গলি গলি,
ছেলেবেলার স্মৃতি রাশি রাশি।
জমে ধূলো কত শত,
সেই বসন্ত 'এখন' ভীষণ দামী।।-
রঙিন আকাশ ধূসর মেঘ,
তাদের মাঝে 'আজ' সুরের আবেশ।
বাদুড়ে রঙ আবিরে সঙ,
বন্দি ফ্রেমে কয়েদ আবেগ।
বেলুন পিচকিরি ঘুরি অলি-গলি,
ছেলেবেলার স্মৃতি রাশি রাশি।
জমে ধূলো কত শত,
সেই বসন্ত 'এখন' ভীষণ দামী।।-
কার্নিশে আর শালিক পাখি
বাসা বাঁধে না,
হিজিবিজি ছবি কেউ
আর তো আঁকে না;
কোকিল আসে ছাদের কোনে
কিন্তু ডাকে না,
ভুবনডাঙার মাঠে কেউ
আর তো খেলে না..........-
Virtual World দিচ্ছে ধরা
Internetর দৌলতে,
Social mediaয় বদ্ধজীবন
Feelings বন্দী মুঠোফোনে!!-