জীবনের কত কিছু শেখা বাকি তোর থেকে।
কত দিন কত রাত রাখতে পারবো
তোকে ভালোবাসার মোড়কে, তা অজানা।
কিন্তু সারা জীবন আগলে রাখবো হৃদয় মাঝে,
এটাই জানা।-
তোমার সেই কোকিলের ন্যায় মধুর কণ্ঠ,
আমার এই কংক্রিট ঘেরা স্তব্ধ হৃদয়ের
সমস্ত পাঁচিল চূর্ণ করে,
হৃদয়ের সমস্ত জড়তাকে মুছে ফেলে
ভালোবাসার মায়াজালে দিয়েছো ভরিয়ে।।-
তুমি শুধু নও বইয়ের পাতার প্রত্যেক অক্ষরে ,
তুমি রয়েছো আকাশে ভেসে চলা ধূসর মেঘের মাঝে।
তুমি আছো বাতাসের প্রতিটা ধূলিকনায় ,
তোমার অস্তিত্ব প্রতিটি সবুজ পাতার কনায় ।
তুমি ভেসে যাও নদীর জলধারায় ,
তোমার গানে নাচে ধরিত্রী তালে তালে।
তুমি আছো প্রতিটি বাঙালির রন্ধ্রে রন্ধ্রে,
তুমি যে থাকো আমার হৃদয় মন্দিরে।।
তুমি হতে পারো সমগ্র বিশ্বের কবি,
কিন্তু তুমি যে মোর বাঙালিদের খুব আপন রবি।।
তোমার আবির্ভাব তিথিতে জানাই
তোমায় শতকোটি প্রণাম।।-
................. Life & Happiness..............
Like different physical structure of everyone, their lifes are also different.
Some persons obtain their achievement in early years but some others can reach their destiny after some certain years.
We make unnecessary comparison with others and become sad.
Learn to be happy in what you have , instead of looking at what you don't have.
A person who is satisfied with what he has, is the happiest person in the world.-
you are not capable
for such thing.
For a while you are just distant
from your destiny.
Resolve your mind ,
alleviate your dismayed,
Expose your dormant potentiality
and fill up your gaps of imperfection.
Then you must reach your goal
very soon...-
All God' creature have good purpose.
We should never belittle God's Blessing.-
অভিমান তোমায় করে তোলে সর্বশক্তিমান
কেবল নিজের কাছেই ,
কিন্তু বাস্তবে তুমি দেখবে জনসমুদ্রের মাঝেও
"তুমি একা"।-
........."Dreams & Hardwork "........
Dreams sustain and rejuvenate
each & every one in the World.
It influences us to imagine of great future.
The children dream of bright destiny.
Poor dream of prosperity,
And even rich dream of more wealth.
But these dreams are unreal and fragile
If we don't do any hardwork to reach our goal.
There is no substitute for hardwork
which is the only key to make our dream comes true.-
নতুনদের করি স্বাগতম,
আর পুরোনোদের করি আলিঙ্গন,
তা কোনো পার্থিব বস্তু হোক কিংবা স্বজন।।-