আজ যদি হাসিমুখে সরে যাও
প্রাচীরের ধারে কাল ঘেঁষোনা
আজ যদি পিছুপাই হয়ে যাও
ভালোবাসি,বলে কাল হেসোনা
~অর্ক-
যার মনের মধ্যে শান্তি নেই,দুচোখে নেই ঘুম
সে-ই জানে রাত্রিবেলার পাড়া কি নিঝুম!
অর্ক-
ভাঙন ধরার ভয়ে কেবল মনকে দিলে ফাঁকি?
ডানার সাহস হারিয়ে গেলে মিথ্যে জীবন,পাখির
তাই উড়তে থাকো,থাকতে সময়,ভয় কি পাবে আঁচও
নিজের বলতে একটা জীবন,বাঁচার মতন বাঁচো-
কোথাও লেখা নেই,
যারা একদিন সঙ্গে ছিল,তারা রেখেই যাবে রেশ।
সময় শেখাবেই,
তুমি হাসতে যেদিন শিখে যাবে,সব সমস্যা শেষ।
-
কোথায় কত বৃষ্টি হলো! এসব হিসেব থাকনা তাকে
মেঘের এমন আনাগোনা জীবন জুড়ে লেগেই থাকে
মেঘলা আকাশ, মনখারাপি, স্মৃতিচারণ, করুন দিন
ঝড়-ঝাপটা অনেক হল, এবার উঠুন,সামলে নিন
অর্ক-
রাস্তা মিলতো।কুঁড়িও ফুটতো।
কাটতো অন্ধকারও..
যদি তার থেকে যাওয়ার ইচ্ছেটুকু,
প্রবল হতো আরও..
অর্ক-
অমর হয়না সকল প্রেমের গল্প
শুরুই হয়না।তার আগে যায় ঘেঁটে।
একটা যদি সুযোগ পেতো তারাই
ছড়িয়ে পড়তো লিফলেটে লিফলেটে..
অর্ক
-
এ সমাজে "রূপ খোঁজা"-ই মানুষের ধর্ম।
"মন খোঁজা", স্রেফ এক ভ্রম।
কারন,"রূপ খোঁজা" গিয়েছিল সহজেই।
"মন খোঁজা" চেয়েছিল শ্রম।
~ অর্ক-
পরের জন্মে পাহাড় হবো
মেঘের কোলে মুখ লোকাবো
বুকের উপর পাথর রেখেও
একটা কাউকে বাঁচিয়ে যাবো
-