আবছা নীল আকাশ আর,
গুটি কতক নীল আকাশের মেঘের ভেলায়
রামধনু সাজিয়ে ছিল তোমার আসার পথ ,
স্বর্গ-মর্ত্য বন্ধনকারী ইদ্রিয় রথ।
বৈশাখের এক বিকেল বেলায়
দিনান্তে আমি সেদিনও তোমার অপেক্ষায় ।
গগনে গর্জে উঠেছিল বৈখাখী মেঘ
আঁধার ঢেকে দিয়েছিল চেনা মুখ খানি
তবুও অপেক্ষার প্রহর গুনতে ক্লান্ত হয়নি
শেষ সাক্ষাতে তোমায় বিদায় জানানো হয়নি ।
- অর্জুন-
পশ্চিম আকাশে যখন অস্ত যায় রবী
নিঃস্তব্ধ হয়ে মনে মনে ভাবি ,
একদিন আমাদেরও বিদায় নিতে হবে ,
পরে রবে শুধু এই মায়ার পৃথিবী ।।
-
"তোমাকে ঠিক ততটাই কঠিন হতে হবে ,
একটা মায়া যেন না তোমাকে
টুকরো টুকরো করতে পারে "
-
প্রহরে প্রহরে রজনী শেষ হয়ে যায় ।
ক্লান্ত নীড়হারা পাখি যখন,
হারানো বাসা খুঁজে পায় ।-
জোয়ারের জলোচ্ছ্বাসের থেকে ভাটার টান বেশি পছন্দের ,
কেননা ভাটা-ই আগের অবস্থায় ফিরিয়ে দেয় ,
জোয়ারে যেটা ক্ষণস্থায়ী সাজিয়ে যায় ।-
'সময়' চিরন্তন সত্য
ভুলতে চাওয়া প্রতিটি মুহূর্তকে
বারে বারে করে স্পষ্ট।
এ পাষান হৃদয়ে ছলনার হাসি
ঢেকে ফেলে হাজারো কষ্ট।
-
সম্পর্কের ঐ বাঁধন টা তো,
কবেই গেছে ছিঁড়ে ।
বোকা মনটা বোঝেনা, সে
আজও তাকায় পিছন ফিরে ।।-
বহমান এই মানব জীবন চলে
আপন গতিতে আপন খেয়ালে ।
প্রবাহিত নদীর মতো বাধা পায়
প্রস্তর খন্ডে কখনও আবার সমভূমিতে ।
স্রোতের বেগ তবুও দাঁড়ায় না থমকে,
চলে শুধু বাঁক নিতে নিতে ।
মানব জীবনে আছে কতই দুঃখ-কষ্ট ,
হাসি-খুশি একের পর এক আসে চক্রাকারে ।
কখনও হাসিতে মাতায় ,
ক্ষনিকেই অশ্রু ঝড়ায় মনের ব্যথায় ।
মানবজীবন এক মায়াময় বৃহৎ সংসার
মনের মাঝে আকাঙ্খার বাসা , কেমন নেশা ?
শুধু হারানো কে ফিরে পাওয়ার,
হিসেব কষি, তবুও মেলেনা অঙ্ক চাওয়া-পাওয়ার ।
-