Ariya Dash   (Keshrii)
54 Followers · 52 Following

read more
Joined 24 March 2020


read more
Joined 24 March 2020
24 JUL 2022 AT 12:11

Agar adaat se mazboor na hote
to tumhe itna yaad bhi na karte.....

Jis din adaat ban jayegi
reh jaoge hum ko dhoondte.....

-


7 JUL 2022 AT 15:13

You can't hide from them,
you can't lie to them,
when they ask you burst into tears....

They are none other than parents, my dear😇

-


27 JAN 2022 AT 9:21

ধূলিকাসম যাক্ উড়ে,
কত কত অবহেলা যাক্ ফিরে পাড়া ঘুরে।
বেহায়া মন না যাক্ চলে, ঘুরে ফিরে আরবার-
শেষ তরীর ভরসায় হোক অন্তিম পারাপার।
— % &

-


29 AUG 2021 AT 0:07

না, গল্পের উপসংহারে জায়গা আমি পাবো না জানি-

ভূমিকাই যার প্রতিটি পৃষ্ঠার বুকে একচেটিয়া,
সেখানে না হয় পূর্ণচ্ছেদ হয়েই আমি থাকি ।

ভাবতেই মজা লাগে !
সুন্দর সেই গল্পের রাস্তা আমার কাছে আসতেই থেমে যাবে
একটু পরেই আবার আমাকেই বুড়ো আঙুল দেখিয়ে,
গল্প অন্য বাঁক নিয়ে চলে যাবে,
যেন আমার সঙ্গ সে কোনোদিন চায়-ই নি !

হাসি-কান্না সবের‌ই সাক্ষী থাকব আমি, তবে চরিত্র হতে পারব না ।

আমি যে শুধু বিরামচিহ্ন, বিশ্রাম দেওয়াই আমার কাজ -
উপসংহার এলে সময় আসে ছেড়ে যাবার ।

-


11 JUN 2021 AT 11:32

অলিখিত অভিযোগ-
অভিমানী হয়ে,
রয়ে যায় ঘুমিয়ে ।

-


11 JUN 2021 AT 9:41

is
INVERSELY PROPORTIONAL to the

FEELINGS that we have for each other.

-


11 JUN 2021 AT 9:21

রাত্রি আলো করতো যে‌।
ছিন্ন ভিন্ন উল্কাপাতে,
কয়েকশো টুকরো বিন্দু সে।

-


17 APR 2021 AT 22:09

Choose someone who is able to handle your immaturity with care-
A messy room is more difficult to live in than a well furnished room.

-


9 APR 2021 AT 11:03

দূর নীলিমা থেকে
অপেক্ষায় সারাদিন
প্রত্যুত্তরের ।

-


5 APR 2021 AT 14:19

তবু বারবার চিঠি লিখে ফিরি,
যদি যায় ফেরা-
বাঁচার অছিলায় ।

-


Fetching Ariya Dash Quotes