Agar adaat se mazboor na hote
to tumhe itna yaad bhi na karte.....
Jis din adaat ban jayegi
reh jaoge hum ko dhoondte.....-
লেখার দিকে তাকিয়ে দেখি,
এক পৃথিবী লিখব বলে
একটা... read more
You can't hide from them,
you can't lie to them,
when they ask you burst into tears....
They are none other than parents, my dear😇-
ধূলিকাসম যাক্ উড়ে,
কত কত অবহেলা যাক্ ফিরে পাড়া ঘুরে।
বেহায়া মন না যাক্ চলে, ঘুরে ফিরে আরবার-
শেষ তরীর ভরসায় হোক অন্তিম পারাপার।
— % &-
না, গল্পের উপসংহারে জায়গা আমি পাবো না জানি-
ভূমিকাই যার প্রতিটি পৃষ্ঠার বুকে একচেটিয়া,
সেখানে না হয় পূর্ণচ্ছেদ হয়েই আমি থাকি ।
ভাবতেই মজা লাগে !
সুন্দর সেই গল্পের রাস্তা আমার কাছে আসতেই থেমে যাবে
একটু পরেই আবার আমাকেই বুড়ো আঙুল দেখিয়ে,
গল্প অন্য বাঁক নিয়ে চলে যাবে,
যেন আমার সঙ্গ সে কোনোদিন চায়-ই নি !
হাসি-কান্না সবেরই সাক্ষী থাকব আমি, তবে চরিত্র হতে পারব না ।
আমি যে শুধু বিরামচিহ্ন, বিশ্রাম দেওয়াই আমার কাজ -
উপসংহার এলে সময় আসে ছেড়ে যাবার ।-
is
INVERSELY PROPORTIONAL to the
FEELINGS that we have for each other.-
রাত্রি আলো করতো যে।
ছিন্ন ভিন্ন উল্কাপাতে,
কয়েকশো টুকরো বিন্দু সে।-
Choose someone who is able to handle your immaturity with care-
A messy room is more difficult to live in than a well furnished room.-