একপশলা ঢালুক সে শহরজুড়ে
একচেটিয়া নামুক তার ডাকে,
একলা প্রেম তাই মুখচোরা খুব
এক আঙুল আর আ্যাশট্রের ফাঁকে!-
গর্জে তো উঠবে আবার
প্রেমের চারা উঠবে ফুঁড়ে,
বিভেদ তখন আবেগমাখা
একলা তখন নিজের ভীড়ে।-
বালিশভেজা শহরতলীর শব্দঠোঁট মঞ্চস্থ নিত্য
অসমাপ্ত বর্ণমালা টালমাটাল,অপলক একাকীত্ব :)-
সপ্তপদী রাগে যুক্তাক্ষর জৈষ্ঠের দাবানল
ক্ষণিকের লাশকাটা জিঘাংসার অন্তরীপ,নিদ্রাবিহীন কোলাহল :)-
অম্বর-মাঝে মাহাত্যগান তোমার গৌরবে
বিচিত্র বীররূপ জগৎজয়ী সংঘাতে,
ধরিত্রী ললাটে খণ্ডিত বিজয়-আখ্যানলিপি
প্রতিস্পর্ধী অনুচ্ছেদ তোমার দিনলিপি।
সুমধুর শৈলের মাল্যে করি তোমায় বন্দনা
ঘোচাও ঊর্ধ্বশীর্ষ বর্ণে প্রানমূর্তি যাতনা,
বিশ্বখ্যাত নৈবদ্যের প্রতীক্ষিয়া দীর্ঘশ্বাসে
অমর বিস্মৃতি কবিপ্রতিভা আজও হৃদয়স্পন্দিত প্রতিটা বাঙালির প্রশ্বাসে।-
Online এ চোখ পড়েছে
Friend request মন ঝালাই,
Status,DP সেভ করলে
Last Seen এ তে কাজ চালাই।
Back Space এ আজ আঙুলখানা
Like,Comment আবেগ খায়,
Poke করে ওই ক্রাসের দল
Follow এর ভিড়েই শান্তি পায়।-
আত্মকথায় সলিলে ধুয়েছে সহবাঁচন
মেতেছে শব্দছকের ব্যায়কুন্ঠতায়,
কিংকর্তব্যবিমূঢ়,বিনিন্দিত প্রবচনে
জমেছে বিনিদ্র মনস্তাপ,মনবেদনায়।-
স্বপ্নলোকের সাক্ষী মেনে
অভিলাষী হয় তাসের ঘরে,
নির্বাসিতের বিলাপ তখন
সুর তোলে ওই ছেঁড়া তারে।-
খিল্লি ছিলাম এক পশলা মেঘের
খিল্লি ছিলাম সবুজ নব পাতার
খিল্লি ছিলাম সাবেকী জলছাপের
খিল্লি ছিলাম বিমূর্ত খেঁড়ো খাতার।
খিল্লি হলাম এক চিলতে প্রেমের
খিল্লি হলাম অগোছালো সিক্ত আঙিনার
খিল্লি হলাম স্পর্শকাতর বোয়াদপ ঠোঁটের
খিল্লি হলাম বস্তাপচা উড়োচিঠির হেথায়।
খিল্লি হব দ্বন্দ্বমাখা বিষাক্ত নিকোটিনের
খিল্লি হব আকাশ কুসুম প্রথায়
খিল্লি হব কালচে ধোঁয়াটে ফুসফুসের
খিল্লি হব ধূলোমাখা ভাবমূর্তির আশায়।-