শেষ পর্যন্ত
আমার চন্দন-চর্চিত ললাটে তোমার ঠোঁট ছুঁয়ে দেওয়া,
আরো একবারের জন্য আমাকে দেখতে চাওয়া।
মনের কথা মনে চেপে রেখে প্রশ্ন করা বারবার,
সেই সব উত্তরের আশায় বুক বাঁধা হাজারবার।
আমার শরীরে তোমার সুগন্ধি ছড়ানো,
শেষে সাদা চাদরে ঢেকে আমায় বিদায় জানানো।।
-
B.pharm 2nd year
Adamas University তে পড়াশোনা করছি।
খাদ্যরসিক, ভ্রমণপিপা... read more
আমার কথা
কিছু হারানো সময়,
চলে যায় দূর থেকে বহুদূরে।
পড়ে থাকা এই ভগ্ন স্তূপ,
খোঁজে নিশ্চিন্ত আশ্রয়।
এটা একটা অসম্পূর্ণ উপন্যাসের,
শেষ কয়েকটা সাদা পাতা।
ক্রমাগত আলোর বেগে ছুটে চলা,
ঠিকানাহীন উদভ্রান্ত এক ধূমকেতু।
এই একলা মহাকাশে খুঁজে বেড়ায়,
শুধু নিজেকে।
-
রূপকথারা আর নেই
নেই তো চাঁদের চরকা-কাটা বুড়ি,
ভোকাট্টা যত সাধের রঙিন ঘুড়ি।
হাতের মুঠোয় ছিল স্বপ্ন যত,
মুঠোফোন এসে ভিড় করেছে নিজের মত।
দৈত্য-দানো বন্দী ওই হলদেটে বইয়ের পাতায়,
আমাদের রূপকথারা আর নেই কবিতায়।
ঘুম-পাড়ানি গান গুলো মনে পড়ে খুব,
এখনো ভয় পাই আমি, করে থাকি চুপ।
বড়বেলায় রূপকথারা গেছে সরে,
স্বীকারোক্তি চাপা পড়েছে আমার মিথ্যে কথার শহরে।।-
Ending the dreams of previous night.
I smiled a bit recalling them,
But the clock says to wake as I'm late.
Making breakfast and little exercise,
Can kickstart my day.-
তব আঁখি দুটি প্রভাত সায়রে,
যেন হাতছানি দেয় বারেবারে।
আমিও দেখি তারে দুচোখ ভরে,
অন্তহীন সুখ আর বেদনা ঘিরে।
সে কম্পিত ওষ্ঠাধরে ডাকে আমায়,
তারই স্পর্শে জেগে উঠি সুরের মূর্ছনায়।।
-
Don't think so much.
Just step on it.
Don't care about,
What will they say.
Make yourself smile.
Success will definitely,
come after broken morales.-
আনমনা মন
যত ওই জাহাজ বাধা আছে বিকেলের বন্দরে,
ছেড়ে দিয়ে সবকিছু এসো মনের অন্দরে।
আমার রামধনু মাখা সেই বিকেলবেলা,
যন্ত্রণায় জমতে থাকা তোমার অবহেলা।
সাজানো জলছবি আঁকি বড্ড অল্প দামে,
রঙিন চিঠি লিখব তোমায় ডাকবাক্সের খামে।
-
বৃষ্টির শহরে একদিন
ভিজে শহর,ভিজে রাস্তা আজ সব,
আপন-মনে জনসমুদ্রে খুব ব্যস্ত।
শহরে আমাদের খুব সাধারন কলরব,
তাই হঠাৎই খুঁজে পাওয়া দূর অস্ত।
রাজপথে ভিজে যায় ছড়ানো গুলমোহর,
আলো-ছায়া লুকোচুরি খেলে সারাক্ষণ।
কত শত স্মৃতি জমিয়ে রেখেছে এ শহর,
ভিজে হাওয়ার সাথে ভারাক্রান্ত হয় মন।
ঠিকানাহীন চিঠিতে লিখি তোমার নাম,
রূঢ় বাস্তবে সাজানো আমাদের এই ছোট্ট সংসার।
দুর্মূল্যের বাজারে এই স্বপ্নের অনেক দাম,
কোনোদিন হয়তো হবে সম্ভব সেই স্বপ্নের পরিবার।
-
আমি বন্দী
আমি বন্দী ওই পাঁজর শৃঙ্খলে,
নিত্যনতুন রক্তস্রোতে মাখা।
হৃদয় মৃদঙ্গে ওঠে ঝঙ্কার,
শিরা-শিরায় শিহরিত হই।
তোমার সোহাগে ওই পাঁজরেই থাকি রাত্রি দিন,
এখানেই বন্দী আমি যদিও সঙ্গীহীন।-