ARITRA DAS   (wtfarit)
3 Followers · 5 Following

বাঙালি।
Joined 20 March 2023


বাঙালি।
Joined 20 March 2023
25 MAR AT 13:31

তোমার স্মৃতির পাখি আমার হৃদয়ে উড়ায়,
সব ভুলে যায় আমি,
তোমার আগে কোনো অন্য আশায়।

-


25 MAR AT 0:52

শুভ পথ নির্দেশ, হাসির রঙে সেজে, স্বপ্নের আবাসে, সুখের সীমানা নেই। প্রেমের বনে, সবুজ ফুল বিকাশিত, মনের আশা আলোকিত, জীবনের রংধনু।

অন্ধকারে নতুন আলোর আশা জ্বালে, বিপন্ন হৃদয়ে প্রেমের মিছিল ফুটে। স্বপ্নের নীল আকাশে, আশার তারা ঝিলে, চিরকালের অধিকার স্বর্গের বাতাসে।

ক্ষমা এবং দয়ার সম্পর্ক, মানবতা বাঁচার দরজা, মনের পাখি উড়ানো, প্রেমের বিশাল মহাসাগরে। জীবনের সফরে, স্বপ্নের নাবিকে কাঁপা, সাগরের তীরে নেমে আসা, প্রত্যাশার সুর।

শুধু সোনালী সুপ্ত রাতে, মেঘের বেলা, চেয়ে যাওয়ার ক্ষমা আর প্রেমের আবাস। আলোর সন্ধানে, মন ভরিয়ে নিতে, সুখের সাগরে নৌকা চলা, স্বপ্নের উত্তর।।

-


30 MAR 2023 AT 0:52

তোমার চেষ্টা যেন বৃথা না যায়,
তার চেষ্টাই করছি।

-


28 MAR 2023 AT 20:52

মৃদু আলোয় ডাক দাও নিশিরকে,
তীব্র আলোয় পা দাও শিশিরে,
ভোরের আগমন যেনো মোরগের ডাক,
দিন দিন কাছে আসে মরণের ফাঁদ,
জীবনের যতটা দাম, নেই কিছু তোমার বিশ্বে,
খানিক টা সুখ পেতে রক্তের দাগ দেয় শীর্ষে,
মোছা যায় না সেই দাগ,চিতার নিচে পড়ে থাকে,

"স্বর্গে দেয় ডাক"

-


21 MAR 2023 AT 20:06

রাত আসে নেমে, আমি তুমি, ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই ।

-


21 MAR 2023 AT 15:08

সেই সব কবিতার ভাগীদার আমি 🍃

-


20 MAR 2023 AT 14:40

তোমার আশায় আমি আশাবাদী।
তোমার ভাবনায় আমি কবি।


-wtfarit

-


20 MAR 2023 AT 9:56

তোমার মাতলা নদীর ঢেউ,
নিয়ে যায় শ্মশান ঘাটের দিকে,

-


20 MAR 2023 AT 0:46

এভাবেই নীরবতা হয়ে যাক আলাপের ধরণ, হাসিমুখগুলো করে নিক হতাশাকে বরণ।

-


Seems ARITRA DAS has not written any more Quotes.

Explore More Writers