অরিন্দম সিংহ   (JOYGURU)
742 Followers · 1.6k Following

I will try my best
Joined 25 April 2018


I will try my best
Joined 25 April 2018

তোমার মধ্যে শুধু "তুমি" নিজেই বর্তমান !!!
বাকিরা সবাই কোনো না কোনোদিন অতীতের পাতায় মিলিয়ে যাবে ...

- অরিন্দম সিংহ

-



সম্পর্ক হয়েছিলো ,
তবু ভালোবাসাটা হয়ে ওঠেনি।
আমার কাছে এখন তোমার
অবস্থাটা অনেকটা বিরিয়ানি খেতে গিয়ে "মুখে এলাচ "পরার মতন ।।

- অরিন্দম সিংহ

-



আমি প্রয়োজনেই সীমাবদ্ধ!!!🙂
প্রিয়জন হবার....😁
সামর্থ্য আমার নেই।।।🙂💔

- অরিন্দম সিংহ

-



আমার ওরফ থেকে সবাইকে ও সবার পরিবারকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল ।
সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো ।
ইশ্বর সবার মঙ্গল করুক

-



খুব চেনা তুমি তেই বাধি ভালোবাসার ঘর ।
অনেক হাজার হাজার রাত আছে, আমি তোর রাতেই নিশাচর ।।

-



হাসিটা আজ চোখে বুঝেছে,
মন আছে ওই অন্ধকার অন্দরে ।
হয়ে গেলো বুঝি সব শেষ, আর ঠিক হবেনা কারুর আদরে ।।

-



If you leave the spring, you can stay in my heart. This life will shake you from the beginning to the end.

-Arindam singha

-



I was thinking about the future, why are you favorite now?
In my own activity today you are unpleasant to my love!

-Arindam singha

-



সবই কি ভুল ছিল ,
নাকি ভাগ্যের পরিহাস ।
ওই হৃদয় এখন করছে
অন্য কারুর সাথে সহবাস ।।

-



চাইনি আমি বেশি কিছু
পেতাম অল্পতেই সন্তুষ্টি ।
বদলে গেছি আমি , আরও বদলে যাবো প্রতিনিয়ত মিলিয়ে নিস এটাই হবে বড়ো প্রাপ্তি ।।

-


Fetching অরিন্দম সিংহ Quotes