অরিন্দম চৌধুরী   (অরিন্দম চৌধুরী)
73 Followers · 175 Following

read more
Joined 5 February 2022


read more
Joined 5 February 2022

অপ্রাপ্তি

জীবনে এমন একটি চাওয়া চিরদিন অপ্রাপ্তি হয়ে থেকেই যায়, আবার বলা যেতে পারে, না চাইলেও তুমি অবশ্যই পাবে, এই চাওয়া তোমার একদিন পূর্ণ হবেই, তবে যেদিন তুমি সেটা পাবে সেইদিন তুমি সব কিছুর উর্ধে, এই পাওয়ার আনন্দ তুমি উপভোগ করতে পারবে না, এই আনন্দও অপ্রাপ্তি হয়ে রয়ে যাবে। সেই চাওয়া হলো মৃত্যু।

-



কিছু প্রশ্ন
পায়না উত্তর
কিছু উত্তর
রয়েছে প্রশ্নের অপেক্ষায়।।

-



অপেক্ষার ভাষা রয়েছে
আজও অপেক্ষায়,
শুভ দিনের শুভ সংবাদ
রয়েছে প্রতীক্ষায় ।
মিষ্টি মনের মিষ্টি সুরে
জীবনের জয়গান,
অপেক্ষাতে আজও তারা
হোক অপেক্ষার অবসান।।

-



ভালোবেসে বিয়ে করা ও বিয়ে করে ভালোবাসা, এই দুই ক্ষেত্রেই কিন্তু ভালোবাসা প্রকৃত হলে, জীবনে চলার পথে যত সমস্যাই আসুক না কেন, সেই সমস্যার সমাধান অবশ্যই সম্ভব।

-



কিছু প্রশ্ন
পায়না উত্তর
কিছু উত্তর
রয়েছে প্রশ্নের অপেক্ষায়।।

-



চারিদিকে সবকিছুতে
আছে কতরকমের ভেজাল।
সূর্যি মামার গরম কিন্তু
এবার একদম নির্ভেজাল।।

-



কলম,
সেতো হারিয়ে গেছে
লিখি কেমন করে ?
কালি,
সেতো শেষ হয়েছে
লিখি কেমন করে ?
কাগজ,
সেতো নেইতো ফাঁকা
লিখি কেমন করে ?
মন,
সেতো সাথেই আছে
কলম, কালি, কাগজকে সাথী করে।

-



অপেক্ষার অবসান
প্রহর গোনার শেষে
সে আসছে
দ্বিধাহীন অবচেতন মন।।

-



আলো হয়ে এসেছিলে
আলো হয়েই থেকো,
জীবন নদীর ভেলায় চড়ে
হাতের উপর হাতটি রেখো।
হাসি কান্না আনন্দ দুঃখ
একসাথে ভাগ করে,
এক সাথেই চলবো মোরা
সারা জীবন ধরে।।

-



ওই আকাশেতে আছে আমার
ছোট্ট একটি ভালোবাসার ঘর,
মুক্ত বাতাস জানান দিয়ে যায়
কে আপন কে পর।
সুখ দুঃখ হাসি কান্না
সকলে ভাগ করে,
রয়েছি মোরা একসাথে
মোর ভালোবাসার ঘরে।।

-


Fetching অরিন্দম চৌধুরী Quotes