একি রহস্য, একি আনন্দরাশি!
জেনেছি তাহারে, সুখী তাহাকে পেয়ে।
তবু সে সহজে প্রাণে উঠে নিশ্বাসি,
তবু সে সরল যেন রে সরল হাসি,
সে আমার জগৎ, এই ধরণীর চেয়ে।-
I'm just want to live.
If you want to write just do it.
B... read more
যে প্রেম বারবার হয়,
সেই প্রেম আমি করিনা।
আকাশের বিশালতা থাকলেও,
উড়ে যাওয়ার ঝুঁকি নিইনা।
-
Many well-meaning individuals with pure intentions are harshly tested, while those with toxic and harmful qualities are embraced without question.
-
আগমনী শীতল হাওয়া;
একটু উষ্ণতার খোঁজে আমার,
তোমার হৃদয় আসা যাওয়া।-
স্বপ্নের শেষ বলে কিছু হয়না;
থমকে যাওয়া, অস্বাভাবিক নয়,
কিন্তু লম্বা দৌড়ে হারলে চলবে না।
-
ভালোবাসা পায়নি তারা;
একটু খুচরো শান্তির খোঁজে,
আজও বহু জীবন্ত দেহ, প্রাণ-ছাড়া।
-
ঝাপসা আকাশ
সারা শরীর জুড়ে তন্দ্রাচ্ছন্ন টান্
উঠতে হবে, এটাই জেদ্
স্বপ্নের তাগিদে ছুটতে হবে আপ্রাণ।
-
চেয়েছো চাঁদের টুকরো!
বিলিয়ে দিতাম পুরো আমায়;
কিন্তু চাইলে তুমি সোহাগের খুচরো।
-
মেঘবালিকার আহ্বান;
পরিযায়ী পাখির ডানায় মোরা,
আমার ক্যানভাস্ নীল আসমান্।-
আমার ভাবনার সৈন্যদল
অবিরত হারছে তারা চিরস্থায়ী একপেশে যুদ্ধ;
এক দানে তেই যেখানে তারা ক্ষতবিক্ষত,
কিসের এতো জাঁকজমক, যেখানে আমি ক্রুসবিদ্ধ!
-