Arindam Datta   (✍️.. শখের লেখক)
111 Followers · 23 Following

read more
Joined 6 May 2018


read more
Joined 6 May 2018
25 APR 2023 AT 11:36

ভাসিয়ে দিও
তোমার অশ্রুজলের জোয়ারে;
শুনেছি আজও শেষ চিঠির আশায়,
সে অপেক্ষারত নদীর ওপারে।

-


24 APR 2023 AT 23:00

তেমনটা সবসময় হয়না;
কিছু আবদার হয়তো,
সবার মুখে শোভাও পায়না!

-


23 APR 2023 AT 22:15

ভয় পায়না কোলাহলে;
চোখের জলে বৃষ্টি নামে,
আর মন পুড়ছে দাবানলে!

-


18 APR 2023 AT 11:06

এখনকার মানুষ প্রেমে নয়,
প্রেমিক-প্রেমিকার দেওয়া স্মৃতিতে জর্জরিত!
তাই হয়তো তারা শেষের কবিতা উপসংহারে নয়,
অশ্রুজলে শেষ করে।

-


18 APR 2023 AT 8:38

থাকবে তুমি নিজের মতো;
আর আমি না হয়,
লুকিয়ে রাখব সব দগ্ধ ক্ষত।

-


31 MAR 2023 AT 11:44

তাও সবাইকে আপন মন হয়,
বন্ধুত্বের কি গভীরতা দেখুন!
তাই অনুভূতির জরিমানা চায়।

-


29 MAR 2023 AT 12:55

আর বেঁচে থাকার কিছু গড়মিল হিসাব;
অগোছালো বিছানার ভিজে কোলবালিশ,
আজও খুঁজে বেড়ায় তার জবাব।

-


17 AUG 2020 AT 9:45

আমার ব্যাথার শিরোনাম,
অঝোড়ে শুধু বৃষ্টি পড়ে,
ফুরিয়ে গেছে স্মৃতির দাম।

-


12 AUG 2020 AT 9:59

অনুভূতির জোয়ারে,
পেনের কালি শুকিয়ে গেছে,
নোটবুকের কভারে।

-


11 AUG 2020 AT 11:04

এড়িয়ে যেতে হয়,
স্মৃতিতে মোড়া সেই কোলবালিশটাও
অনেক অশ্রুবিন্দুর চিহ্ন বয়।

-


Fetching Arindam Datta Quotes