Arindam Bhattacharyya  
41 Followers · 67 Following

I am not a writer. I just noted down my feelings only...
Joined 25 February 2022


I am not a writer. I just noted down my feelings only...
Joined 25 February 2022

"উত্তরের খোঁজে"

অনেকটা রাত হয়েছে, তবু আজ ঘুম আসছেনা,
মুহূর্তে হারিয়া যাওয়া মুহূর্তগুলো পিছু ডাকছে,
তুমি কি ঘুমিয়ে পড়েছো, জানতে খুব ইচ্ছে হচ্ছে,
কেন আজ এ রাত এতো বড়ো, কেন শেষ হচ্ছেনা?

আজ আকাশে চাঁদের দেখা নেই, মেঘেরা ঘিরে রেখেছে,
একটা গুমোট ভাব, আমার দম বন্ধ হয়ে আসছে,
আমি বারান্দায় দাঁড়িয়ে, আকাশের দিকে তাকিয়ে,
তুমিও কি জেগে আছো, জানতে খুব ইচ্ছে করছে।

কিছুক্ষণের অপেক্ষা, পুবের আকাশ আবার লাল হবে,
তুমিও আবার তোমার কাজে ব্যস্ত হয়ে পড়বে,
আমি কেন রাত জেগে, আমার এ রাত কবে শেষ হবে,
জানতে ইচ্ছে করছে, তুমি কি একা ঘুমোতে পারবে ??

-


30 APR AT 11:21

"তবু আমি চাই"

আমি চাইনা, সে এসে আমার সাথে কথা বলুক,
তবে কেন তার কথা শোনার অপেক্ষায় বসে থাকি।
আমি চাইনা, সে এসে আমার নাম ধরে ডাকুক,
তবে কেনো তার ডাকের অপেক্ষায় জেগে থাকি।

আমি চাইনা, সে এসে আমার অনুভূতিদের ছুঁয়ে দিক,
তবে কেনো তাকে ছুঁয়ে যেতে চায় এ মন অকারন।
আমি চাইনা, সে এসে আমার স্মৃতিদের কাছে টেনে নিক,
তবে কেন তাকে ঘিরেই অনুভূতিরা বেঁচে আজীবন।

আমি চাইনা, সে এসে আমার না পাওয়াকে বদলে দিক,
তবে কেন ঘুম ভাঙা চোখে তার পথ চেয়ে বসে।
আমি চাইনা, সে এসে আমার সবকিছু এলোমেলো করে দিক,
তবু কেন তার ফেরার আশায় আজও স্বপ্নরা জেগে।

-


26 APR AT 8:58

"বন্ধুত্বে"

বন্ধুত্ব ভেঙে গেলে, ঠিক কতটা কষ্ট হয়,
বন্ধুত্ব কি সত্যিই ভাঙা যায়?
ভেঙে যাওয়া বন্ধুত্ব কিছু বোঝাতে চায়,
স্বার্থের সম্পর্কগুলো বন্ধুত্বই নয়।

বন্ধুত্ব প্রমান চায় না, সে ভরসা করতে চায়,
বন্ধুত্বর দাবি করাও বন্ধুত্ব নয়,
বন্ধুত্ব একটা অনুভূতি, অনুভব করতে হয়,
বন্ধুকে আগলেও রাখতে হয়।

বন্ধুত্ব বেঁচে থাকে, কার সাধ্য তাকে মারে,
সে বাঁচে বন্ধুর মনের ঘরে,
স্বার্থ জড়ানো বন্ধুত্ব, বারবার ভয়ে মরে,
পালাবার অজুহাত তৈরী করে।

-


25 APR AT 17:47

"তোমার চাওয়া"

যাকে তুমি নিজের থেকেও বেশি চেয়েছ,
সে অন্য কারো মায়ায় আবদ্ধ,
যাকে ভালোবেসে তুমি নিজেকে ভুলেছ,
সে অন্য কাউকে ভালোবাসতে ব্যস্ত।

যার কথা ভেবে তুমি ভাবতে শিখেছ,
সে অন্য কাউকে ভেবেছে,
যার স্বপ্ন দিয়ে তুমি স্বপ্ন সাজিয়েছ,
সে তোমার স্বপ্ন ভেঙেছে।

যাকে ছুঁতে চেয়ে তুমি একা হয়ে আছো,
সে অন্য কাউকে ছুঁয়ে আছে,
যার পথ চেয়ে তুমি আজও দিন গুনছো,
সে তো অন্যের হাতে হাত রেখেছে।

-


25 APR AT 16:50

"কিছু কথা"

ঘুম ভাঙা রাতে, স্বপ্নের মাঝে,
তুমি এসে ছুঁয়ে দিলে,
আমি একা বসে, মনের আকাশে,
তোমাকে দেখবো বলে।
স্বপ্ন তোমার, কেন এসে আবার,
কাঁদিয়ে গেল আমায়,
হারিয়েছি আমি, যা ছিল দেবার,
সব টুকু দিতে তোমায়।

আজও কিছু কথা, জমানো ব্যথা,
জানানো হয়নি তোমায়,
তুমি বুঝে নিও, শব্দের নীরবতা,
একা করেছে আমায়।
আনমনা আমি, একা বসে ভাবি,
তুমি ডাকবে কবে,
স্বপ্নরা এসে, ফিরে চলে গেছে,
তুমি আসবে বলে।।

-


22 APR AT 18:48

"ভালোবাসায়"

কষ্টরা যখন নিজের উপস্থিতি জানান দেয়,
ভালোবাসা তখন হাসে,
ওদের আসা ভালোবাসার কাছে নতুন নয়,
ওরাতো বারবার তার কাছেই আসে।

কষ্টদেরকেই ভালোবাসা খুব ভালোবাসে,
শুধু ওরাই তার আপন,
ভালোবাসা জানে সবাই তাকে ছেড়ে গেলে,
কষ্টরাই তার খুব প্রিয়জন।

ভালোবাসা জানে কষ্টরাও তাকে খোঁজে ,
তাকে আঁকড়েই ওদের জীবন,
ভালোবাসাও তো কাছে ডেকে নেয় তাকে,
কষ্টরাই ভালোবাসার আপনজন।।

-


21 APR AT 13:43

"সম্পর্কের কাছে"

সময়ের অভিশাপে অভিশপ্ত সময় যখন দরজার কড়া নাড়ে,
ভালোলাগা সম্পর্ক গুলোও, মুহূর্তেই অচেনা হয়ে পড়ে।
নাম না থাকা কোনোও সম্পর্ক, তখন দুহাত বাড়িয়ে আগলে নেয়,
অজানা অচেনা এই সম্পর্ক গুলোকে, খুব নিজের মনে হয়।

সময় সব দেয়, মুহূর্তে ফিরিয়েও নেয়, শুধু স্মৃতি থেকে যায়,
ভালোলাগা সময় যেন সময়ের কাছেই হেরে যেতে চায়।
নাম না থাকা সম্পর্কগুলোই তখন, সময়কেও শাসন করে,
সে চুপ থাকে, তবুও বারবার নিজের অস্তিত্ব প্রমাণ করে।

মুহুর্তের হাসি মুহূর্তেই চোখের কোনে জমা যন্ত্রণা, শব্দরাও ছুটিতে,
নাম না থাকা সম্পর্কের কোলেই, বারবার মাথা রাখতে চায় মন,
নিজের সবটুকু উজার করে দিয়ে, মন চায় তাকে আঁকড়ে ধরতে,
নাম না থাকা সম্পর্কগুলোর জন্য, নামের কি প্রয়োজন।।

-


20 APR AT 17:30

"ভালোবাসি"

তুমিতো জানতে, তোমাকে খুব ভালোবাসি,
হয়তো নিজের থেকেও একটু বেশি,
তুমি শুধু মনে রেখো।

রোজ ঘুমানোর আগে, শেষ ভাবনাতে তুমি,
ঘুম থেকে ওঠার পর, প্রথম চিন্তাতেও তুমি,
তুমি শুধু পাশে থেকো।

তোমার সাথে বারবার কথা বলতে চাই,
তোমার মায়ার বাঁধনে বাঁধা থাকতে চাই।
তুমি শুধু ছুঁয়ে থেকো।

তুমি অনেকটা দূরে, তবু আজও আমারই কাছে,
আমার না লেখা চিঠিগুলো, তোমার মনের ঠিকানাতে,
তুমি শুধু আগলে রেখো।

অতীতের চাদরে মোড়া কিছু স্মৃতি, মনে রেখো,
না বলা অনেক কথার মাঝে কিছু কথা, মনে রেখো,
তুমি শুধু ভালো থেকো।।

-


19 APR AT 11:40

"আমার ইচ্ছে"

আমি আমার মনের আয়নাতে, তোমার ছবি আঁকবো,
আমি আমার মনের ঘরে, তোমাকে নিয়েই থাকবো।
তুমি যতই হারিয়ে যেতে চাও, আমাকে একা রেখে,
তুমি তোমার মনের ঘরেই বাঁচো, আমার ছবি এঁকে।।

আমি তোমার চোখের কাজলে, হারিয়ে যেতে চাই,
আমি তোমার স্বপ্ন ছুঁয়ে, শুধু তোমার হতে চাই।
তুমি যতই নিজেকে আটকে রাখো, আমাকে ব্যথা দিতে,
তুমি তোমার কাছেই হারিয়ে গেছো, আমাকে ভালোবেসে।

আমি তোমায় ঠিক রাঙিয়ে দেবো, আমার মনের রঙে,
আমি তোমায় ঠিক ছুঁয়ে নেবো, আমার মনের ঘরে।
তুমি যত দূরেই যেতে চাও, শুধু আমাকে ভুলে থাকতে,
তুমি তোমার কাছেই ধরা দেবে, শুধু আমার হয়েই থাকবে।।

-


17 APR AT 12:07

"অজানা কারণে"

অভিমান তো ক্ষনিকের অতিথি হয়েই ফিরে যায়,
শুধু ভালবাসার গায়ে আঁচড়ের দাগ থেকে যায়।
সে এসে মুচকি হেসে সব কেড়ে নিতে চায় এক নিমেষে,
ভালোবাসা হেরে যায় অভিমানের আঁধারে মিশে।।

ভালোবাসতে শিখিয়ে, একা করে হারিয়ে যাওয়া সহজ,
ভালোবেসে একা হবার ব্যথা বয়ে চলাও কি অতটাই সহজ?
ভালোবাসার হাতে হাত রেখে নিজেকে ভুলে যাওয়া সহজ,
ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়াও কি ততটাই সহজ??

সম্পর্ক যদি দুজনের ভালোলাগার হাত ধরে শুরু হয়,
তবে ভেঙে দেবার অধিকার কেন তাদের একজনের হয়?
সম্পর্কে যদি তাকে ভালো না লাগার কারণই খুঁজতে হবে,
তাহলে ভালোলাগানোর দায়িত্বটাও দুজনকেই নিতে হবে।।

-


Fetching Arindam Bhattacharyya Quotes