তোমার কাছে সেক্সি মানে কী?
তোমার কাছে সেক্সি মানে সেই পর্যায়, যেখানে তুমি নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করো, তাই তো?
তোমার ঠোঁট থেকে চুঁইয়ে পড়তে থাকা হাসিটা কি অন্যায় করলো? সেটাও তো "সেক্সি", তোমার চোখের ইশারা কি দোষ করলো?! সেটাও তো "সেক্সি", তোমার ছাড়া চুলের অবাধ বিচরণ পিঠের ওপর, সেটাও তো "সেক্সি", তবে?....
তুমি বিশ্বাসী মানুষ্য সৃষ্ট শব্দে, কারণ কি জানো? কারণ আজকাল সেক্সি মানে যার সেক্স অ্যাপিল বেশী। তবে আমার কাছে নারীর কিছুটা উন্মুক্ত বক্ষদেশ, সরু ঠোঁট, টিকালো নাক, রঙ করা চুল, পাতলা মেদহীন কোমর মোটেই সেক্সি নয়।
আমার কাছে সেক্সি মানেই তোমার গলার স্মর, আদুরে তাকানো, বড় নোখের চিমটি, চোখের কাজল, গাঢ় রঙের লিপস্টিকে মোড়ানো ঠোঁট, তোমার এলোমেলো চুল, আর ভ্রু এর মাঝে ছোট্ট টিপ।
তুমি সেক্সি মানে জানোনা... কারণ আমার কাছে সেক্সি তোমার হাসি। বুঝলে?!- অর্ঘ্য
17 OCT 2019 AT 18:41