Arghyadip Saha   (অর্ঘ্য)
7 Followers · 4 Following

Bong Boy 😎 from Kolkata 🤗
Joined 10 August 2018


Bong Boy 😎 from Kolkata 🤗
Joined 10 August 2018
13 NOV 2022 AT 12:20

যে কোনো ক্ষেত্রে নিজেকে অপরিহার্য করে তোলা জরুরি | কেউ কখনও কোনও সাহায্য কেনই বা করবে? আর তুমি তা আশাই বা করবে কেন?

একটা বয়সের পর বাবা-মায়ের ছত্রছায়া থেকেও বেরিয়ে আসা ভালো | নিজের জায়গা নিজেকেই তৈরী করতে
হয় |

-


9 NOV 2022 AT 1:37

আসলেই কিছু কথা বলা হয়ে ওঠে না .......

-


6 NOV 2022 AT 12:43

সময়ের সাথে সাথে চুপ করে যাওয়ায় একটা দক্ষতা

-


10 JUL 2021 AT 10:14

তিন বছর বয়স হওয়ার সাথে সাথে মা বাবা হাত ধরে একদিন স্কুলের গন্ডি পর্যন্ত পৌছে দিল।
তখন জানিনা কাকে বলে ক্লাসরুম, কোনটা বেঞ্চ, কোনটা চক্, ডাস্টার....মানে আর সাধারণ পাঁচটা বাচ্চার মতনই।
প্রেপ টু আমাদের মাটিতে বসালো, লোয়ার ক্লাসে বিভাজন শুরু।
একদিন একটা বন্ধুকে চিমটি কাটার অপরাধে আমাদের শিক্ষিকা আমাকে তুলে বসিয়ে দিল লাস্ট চেয়ারে, পরে শুনলাম সেটা লাস্ট বেঞ্চ নামে পরিচিত।

যখন ছাত্রবস্থায় জীবন মধ্যগগনে, তখন বুঝলাম লাস্ট বেঞ্চের সবাই "লাস্টবেঞ্চার্স" নামে খ্যাত। বুঝলাম আমিও ততদিনে নাম লিখিয়ে ফেলেছি অজান্তেই সেই শিক্ষিকার সাহায্যে।

এক এক সময় ভাবতাম কেন ওদের মতন জীবনে সবকিছু আমি পেলাম না। কেন ক্লাসে শিক্ষকরা আমাকে খোঁজে না, উত্তর জানা সত্বেও কেউ কেন আমার কাছে উত্তর জানতে চায় না।

একসময় স্কুলজীবন শেষ হল, বুঝলাম লাস্ট বেঞ্চের কাহিনী জীবন থেকে শেষ। ভাগ্যের কি পরিহাস, হিসাব মিলিয়ে দেখলাম ফার্স্ট বেঞ্চার্স জীবনে যা পেল, তার থেকে আমি পেলাম বহু বেশী কিছু।

ফার্স্টবেঞ্চার্স শুধু পেটভর্তি শিক্ষা নিয়ে সমাজে হারিয়ে গেল, আর আমি "লাস্টবেঞ্চার্স" হয়ে এখনো আমার সমাজে টিকে থাকার খড়কুটো আঁকড়ে ধরে একটা জায়গা করে নিলাম আর বিশ্বাস হতে শুরু করল অন্তরালে আমাকে দেখে মুচকি হেসে পরমাত্মা ডাঁকছেন - " লাস্টবেঞ্চার্স"

-


11 JUN 2021 AT 14:29

চলে যাওয়া?
সে তো লেগেই আছে,
ফিরে পাওয়া?
তা তে বয়েই গেছে.....

আজ শুধু গভীর রাতে শহরের ক্লান্ত হ্যালোজেনের আলোরাই করেছে আপন, এ শহরের হাত ধরেই আসা - যাওয়ার সাক্ষী তুমি, যখন তুমিও হ্যালোজেনদের সাথে ক্লান্তির সঙ্গ দিতে যাবে, ঠিক তখনই একটা নতুন দিনের নতুন আলো তোমাকে এক ধাক্কায় পাঠিয়ে দেবে ওদের থেকে অনেক দূরে......

শহর সবাইকে আপন করে নেয়, আমরাই বরং দূরে সরে যাই

-


31 DEC 2020 AT 21:34

অনেক লড়াই বছর ধরে,
আর চাইনা এরম বছর.....
নতুন সূর্য নতুন সকাল....
আনুক কিছু নতুন খবর।

কঠিন সময়... মরণ খবর
আর চাইনা শুনতে,
নতুন বছরই পারে শুধু
নতুন সময় আনতে।

-


4 NOV 2020 AT 23:57

অনেকটা পথ পেরিয়ে এলাম....
বছর গুলো ঘুরেছে বেগে,
পেছন ফিরে তাকিয়ে কি লাভ....
যা গেছে তা গেছে....

স্মৃতিই এখন আসল সম্বল....
সেসব ধরেই আঁকড়ে থাকা,
জীবন রেখা সোজা ভাবো???
আসলে সেটা বড্ড বাঁকা....

-


13 SEP 2020 AT 0:19

কেউ কথা রাখেনি......
কেউ পাশেও থাকেনি,
কঠিন সময় একাই পেরিয়েছি,
শক্ত করে ধরার মতন অনেক হাত খুঁজেছি......

কেউই কথা রাখেনি.....

-


22 JUN 2020 AT 22:45

HAPPY BIRTHDAY LOVE ❤

Yeah i know there are lots of ups & downs...
But that day was superb when we talk to each other first...
So called "Our Day 1"....
So Called "The journey Begans"....
From the Day 1 to Day 273... Everyday was successful and memoriable from every sides. There was Happiness, There was sorrow... but the Show Must go on the own way...

This is Your Birthday, Day No. 274....
This Day Is memorable for your Family... This Day is memorable for me...
There are a Special USP in every Relationship...
Our USP is Just not a Special Bonding.. Our USP is our Understanding...
I hope we will Understand Each other for every situation...

I LOVE YOU...
MAY GOD BLESS YOU... MANY MORE HAPPY RETURNS OF THAT DAY...
KEEP SMILING.. STAY BLESSED

-


13 APR 2020 AT 22:20

Jab yeh Lockdown Khatam hoga....
Phirse Chal Padunga kuch Naaya Karne....
Hum To Indian Hain Janab....
Nind se uthte hain suraj ko jaghane....

-


Fetching Arghyadip Saha Quotes