রবীন্দ্রনাথের প্রতি
সহজ পাঠের হাত ধরে প্রথম তোমায় চিনেছি,
শৈশব থেকে আজও তোমার গান কবিতাকে সঙ্গী করে এগিয়ে চলেছি।
আনন্দ প্রেম বিরহ অনুরাগে তুমি বেঁধেছ সুরের তান,
তোমার কবিতা কাব্য যেনো সুধার সমান।
তোমার বাণী স্বপ্ন দেখায় প্রাণভরে বাঁচার,
নতুন করে প্রত্যহ দিন নিজেকে খোঁজার।
বিশ্বভুবন পারবে না ভুলতে বাংলা ভাষায় কি তোমার অবদান,
হে বিশ্বকবি জন্মদিনে জানাই তোমায় শতকোটি প্রণাম।
"শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো"।।
-
🕉️অক্ষয় তৃতীয়া আজ সবার অক্ষয় হোক,
☪️ একই সাথে সবাইকে জানাই ঈদ মোবারক।
-
• নববর্ষ •
আজ বর্ষ আসুক হর্ষ নিয়ে,
সরিয়ে বিষাদ, হিংসা, শোক
মরচে পড়া বাঙালিয়ানা আবার জাগ্রত হোক।
শঙ্খধ্বনি - আজানের একসুরে করি আজ নববর্ষের আহ্বান,
বৈশাখী বাতাসে মিসুক সাম্য, ঐক্যের গান।
বাংলার নিত্যদিনের খবরে এখন খুন, ধর্ষন, সংঘর্ষ,
নতুন বছরে মানবতা বোধ জাগ্রত হোক সমাজে,
আসো একত্রিত থাকি মোরা, বলি শুভ নববর্ষ।।
-
কিরে কবে দেখা হবে আবার,
কবে খবর পাবো, তোর ফেরার?
কবে খাব চা ভাঁড়ে পাঁচ মাথার মোড়ে,
রবিবাসরীয় বিকেলেতে বেড়াবো ভিক্টোরিয়া- ময়দান চত্বরে।
জানিস বই পাড়াটাও ভেসে গিয়েছে ঝড়ে, জানিনা কবে ফিরবে সেই ভিড়,
কফিহাউসের আড্ডাটা ও বন্ধ, সম্পর্ক গুলোয় ধরছে চিড়।
তোর মনে পড়ে সেই দরকষাকষি ধর্মতলার মোড়ে,
আর কলেজ শেষে ঘুরতে যাওয়া রবীন্দ্র সরোবরে।
তোর প্রিয় ক্যাথিড্রাল, বেলুড়মঠ, নন্দন নির্জন আজ,
সারা কলকাতা জুড়েই শুধু নীরবতার রাজ।
আজ তুই অন্য শহরে; মহানগরী থেকে অনেক দূরে,
বল আসবি কবে ফিরে?
প্রিন্সেপ ঘাট থেকে পাড়ি দেব গঙ্গাবক্ষে নৌবিহারে।।-
HAPPY RAKSHA BANDHAN
রাখির এই মিলন উৎসব হোক সকলের হাত নিয়ে,
তাই মনের দ্বিধা দূরে সরিয়ে হাতটা দাও বাড়িয়ে।
রাখি মানেই বোনের ভালোবাসা, ভাইয়ের আত্মবিশ্বাসের মান,
রাখি মানে রক্তের সম্পর্ক নয়, সুতোয় তৈরি নাড়ির টান।
রাখি মানে ঘুঁচে যাক সব জাত-ধর্মের দ্বন্দ্ব,
রাখি মানেই সুদৃঢ় হোক ভাতৃত্বের ছন্দ।
রাখি মানে বঙ্গভঙ্গের বিরোধিতায় প্রতিবাদের মূল অস্ত্র,
তাই আজও রাখি মানেই মানবতা, ঐক্য আর সুরক্ষার মূল মন্ত্র।।
-
পরজন্মে বিশ্বাস করেন?
"করতে পারলে ভাল হত। কিন্তু এখনও তার প্রমাণ পাইনি। তাই নিজের সঙ্গে সমঝোতা করতে হয় যে একটাতেই সব শেষ।"
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ইকুয়েলটু কী?
"আমি বলব, লাইফ ইজ দ্য আনসার টু লাইফ। আমার জীবনই জীবনের উত্তর।"
-
আলিঙ্গনের দশমী এ নয়, সকলকে ভালো রাখার অঙ্গীকার,
বিষন্ন হৃদয়ে শুরু আবার এক বর্ষের প্রতীক্ষার;
শূন্য হোলো ঠাকুর দালান, রইল চোখে ক্রন্দন,
এবছর ভার্চুয়ালেই সিন্দুর খেলা সম্প্রীতির বন্ধন।
পুজোর শেষদিনেও শুরুর কথা বলি
চলুন নির্ঝঞ্ঝাট ভোরের সন্ধানে চলি।।
🏵️শুভ বিজয়া🏵️
-
স্বাধীনতা তুমি বেঁচে থাকো
স্বাধীনতা তুমি দৃঢ় করো মানবতার বন্ধন, থাকো কন্যা ভ্রূণের রক্ষাতে,
স্বাধীনতা তুমি মনে রেখো শহীদের আত্মত্যাগ, রেখো তাহাদের স্মৃতিতে।
স্বাধীনতা তুমি নিয়ে এসো পৃথিবীর বুকে রেনেসাঁসের সংবাদ,
স্বাধীনতা, আমি শুনতে চাই কণ্ঠরুদ্ধ ধনতন্ত্রের বুকের আর্তনাদ।।-
রাখির এই মিলন উৎসব হোক সকলের হাত নিয়ে,
তাই মনের দ্বিধা দূরে সরিয়ে হাতটা দাও বাড়িয়ে।
রাখি মানে রক্তের সম্পর্ক নয়, সুতোয় তৈরি নাড়ির টান,
রাখি মানেই ভালোবাসা, জাগায় আত্মবিশ্বাসের মান।
রাখি মানে ঘুঁচে যাক সব জাত-ধর্মের দ্বন্দ্ব,
রাখি মানেই সুদৃঢ় হোক ভাতৃত্বের ছন্দ।
রাখি মানে বঙ্গভঙ্গের বিরোধিতায় প্রতিবাদের অস্ত্র,
রাখি মানেই মানবতা আর মিলনের মূল মন্ত্র।
রাখি মানেই নেই আজ আর দরিদ্রের চোখে ক্রন্দন,
রাখি মানেই ঐক্যের সুর, বন্ধুত্বের অন্তহীন বন্ধন।।-
অকস্মাৎ মৃত্যু
'চিচোরে' তে হেরে না গিয়ে বাঁচতে শেখালো,
'চার কদম, বাস চার কদম' সাথে চলতে বলল।
তবে কেন এমন আত্মহননের পথ বেছে নিল!
খ্যাতি- সাফল্য সবই ছিল, তবু জীবনকে করল নষ্ট,
একাকিত্বেও আনন্দ আছে, তবু মানুষ কেন তাতে পায় কষ্ট?
চাঁদের বুকে কিনেছিল জমি, ছিল স্বপ্ন আকাশ সমান,
রইল শুধু 'Untold story', অধরা আজ প্রাণ।।
-