Argha Kar   (ফুসমন্তর..)
11 Followers · 4 Following

স্বভাবে কবি তাই অভাবে কবিতা...
Joined 9 July 2017


স্বভাবে কবি তাই অভাবে কবিতা...
Joined 9 July 2017
24 APR 2021 AT 22:37


সব রূপকথারা সত্যি হয়না ঠিকই,
কিছু প্রেমেদের মন ভাঙারই রোগ..
হৃদয় মাঝে গোলাপি আবির মেখে,
এই গল্পে শুভ পরিণয় হোক ❤️

-


31 MAR 2021 AT 17:33

মন হারালে দেখা হবে খোঁয়াই নদীর ধারে,
হলুদ শাড়ী,কাঁচের চুড়ি..কিশোর বেলার ধুলো..
পায়ের পরে লুটিয়ে পড়ুক বিকেলবেলা গুলো

কাজের চাপে কথা হবে কাজল চোখের আঁড়ে,
ভাঙা পেন্সিল,রঙীন মলাট..ইস্কুল দিন যত
বুকের কাছে ব্যথায় থাকুক ছেলেবেলার ক্ষত..

কিস্তি শোধে ভুলতে সেখা দিব্যি কাটা আবদারে,
মেলার মাঠে চোখ ফেরানো প্রশ্ন গুলোই প্রাপ্তি থাক..
জীবন বাঁচুক খোঁয়াই হয়ে..স্রোতটা শুধু থমকে যাক....

-


11 AUG 2020 AT 2:00

রাতের তারা আঙুল গুনুক,
আকাশজোড়া শব্দছক..
ঘুমের দেশে মেঘ করেছে,
জাগছে দু-চোখ নিষ্পলক...

জাগছে হৃদয় হালকা ব্যথায়,
হিসেব করেই গল্প হোক..
তোমার আকাশ ভর্তি ধাঁধার মায়া..,
সমাধানে অন্য লোক..🙂

-


20 JUL 2020 AT 18:51

এখনো সময় থমকে দাঁড়ায়?
এখনো হৃদয় কাঁপে?
এখনো নজর নিঁচু হয়ে যায়..
এখনো অউকাত মাপে?..

এখনো কি সেই অসহ্য ব্যথা,
বেসামাল হার্ট-বিট...
এখনো লোকে পাগল ভেবে,
মাপছে মাথার ছিট?

এখনো সে একই আছে?
নাকি সময়ে লেগেছে ঘুণ?
এখনো রাতের মৃত্যু-কামনা,
সকালে ডেকেছে ঘুম?

আর কতদিন নকল বৃষ্টি,
সিনেমার হল যত..
হাউসফুলে উচ্ছাসিত..,
রেন-মেশিনের ক্ষ্যত...।

-


14 JUL 2020 AT 22:42

তুমি ঠিক গল্পের মত নাইবা এলে....
পক্ষ্যীরাজের দরকার নেই আমারও,
কোনোও এক দুপুর বেলা পাগলি সেজে থাকলে.
চোখে নাহয় একরাশ আসকারা খুঁজে পেলে...।

তোমার মত ছন্নছাড়া আমার চুলে..
খুব প্রিয় গন্ধ খুঁজে নেবে?
নখের ডগায় তীব্র প্রেমের আরাম...
যখন আমায় পাগলি সাজতে দেবে....।

-


9 JUL 2020 AT 0:02

আকাশ ভেঙে বৃষ্টি এলো ছাদে...
তুমি একলা মেঘের বাড়ি তোমার,
গায়ে মেখে নাও.. জলের যে রঙ থাকে..
একটু দূরে নির্বাসনে কবি..নীলচে রঙে,
তোমার ছবি আঁকে...

সেই যে সেদিন তোমার কথায় হঠাত,
ঘুম ভাঙলে শহর জুড়ে খোঁজে..
তোমার ক্ষতের আবহমান নদী।
তাই তোমার নামের লাল-নীল-সাদা জলে...,
শব্দনৌকা ভাসায় ইছামতি ...

-


3 JUN 2020 AT 23:22

সব দোষ আমার থাকুক,
তুমি ভোরের শিশির পূন্য-তোয়া..
আমি রাস্তার সব ময়লা ধুলো,
তুমি কবির হাতের শব্দ ছোঁওয়া..

তুমি সব ভালোতে ভাল থেকো,
আমি দোষের ভারে নত...
তুমি পা বাড়ালেই মখমলি ঘাস...
আমার হৃদয়ে কাঁটার ক্ষত..

-


29 MAY 2020 AT 23:07

তোর ঠোঁটে..তোর ঠোঁটে..
মন বন্ধক রেখে আসমানী রঙ মাখি,
তোর চোখে..তোর চোখে..
জীবাশ্মদের মৃত্যু-মিছিল দেখি..

তুই করিস রাত বাড়লে আঁড়ি,
তুই বুঝিস মেঘের বুকের ওজন...
তুই আমার ধুলো মাখা শহর..
তুই নিয়ন আলোর মন-কেমন..

তোর চুলে..তোর চুলে....
আমার স্মৃতিরা এখনও নরম,
তোর গালে..তোর গালে.....
দু:খরা আজও লাভার মত গরম..

তুই প্রেমে অশ্লীলতা দেখিস...
তুই আমার গানে অর্ধনগ্ন বৃষ্টির জল,
তোর মন খারাপের সত্যি কোনও গল্প হয়ে..
এ শহরে হৃদয় ভাঙব চল..

-


17 MAY 2020 AT 9:48

আমার শরীর শিহরিত হোক..
যেন প্রতি মুহুর্তে তোমার প্রথম চুম্বন,
তোমার বুকে মেঘের ওজন বাড়লে..
ঝড়ে পড়ো আমার গরম ভাতের থালায়,
নাহয় খিদে হয়ে...

আঙুল গুনে হিসেব করব চলো..
কত আঘাত আমাদের হৃদপিন্ডে,
তোমার অংকে গরমিল থাকলে..
হয়ে যেও প্রথম দেখার কফি কাপ,
নাহয় লজ্জা হয়ে..

সব ঝড় থামলে এসো আবার সেই ফুটপাথে,
শুনেছি তোমার রাজপথ আর পোষায় না..
একদিন আবার চলো আমরা ধুলো মাখি,
হয়ে যেও ফুটপাথের সেই লজেন্সওয়ালা..
নাহয় আমার মত অস্পৃশ্য হয়ে..

©️ইছামতি

-


10 MAY 2020 AT 3:07

মধ্য রাতের আকাশটা আজ কালো,
তুই তারার মত জ্বলিস আমার বুকে..
রাখতে তোকে অনেক খরচা তাই,
খুচরো পাথর নিয়েই আছি সুখে..

আঙুল গোনে, মধ্যবিত্ত প্রেম..,
ভীতু প্রেমিক তাইতো হয় কবি!
উপেক্ষ্যা দেয় মন পোড়ানোর কালি,
তাই দিয়েই এক আকাশ ছবি...

পাঁজড় ভাঙে অল্প বৃষ্টি এলেই,
মেঘ ডাকলে ভয় লাগেনা আর...
এক আকাশ মিথ্যে নিয়েই বাঁচি,
রাগ-ঘৃণা-প্রেম মিশেই একাকার.

না তুই আমার কোনও কালেই হবি..
না আমি তোর থাকব নরম গালে,
আমার বুকের মধ্যিখানের তারা..
তোর বসবাস স্মৃতির অন্তরালে..

©️ইছামতি

-


Fetching Argha Kar Quotes