Argha .   (ছেঁড়া ডাইরির পাতা থেকে)
27 Followers · 1 Following

Author of 'ছেঁড়া ডাইরির পাতা থেকে'
Joined 11 October 2017


Author of 'ছেঁড়া ডাইরির পাতা থেকে'
Joined 11 October 2017
31 DEC 2021 AT 18:37

জলের মতো সহজ
কিছু খয়েরি লুকোচুরি
আমি বারুদ মেখে থাকি
করি রোজ দেশলাই চুরি

জ্বালবো কোথায় আগুন
সব ঘুম পাড়ানো চোখ
সেই বিস্ফোরণের আগে
এই ভেতর শান্ত হোক

বাতিল লাটাই সুতো
যায় পেঁচিয়ে শরীর মাথা
আমি নিখোঁজ নদীর কাছে
ছুড়ি উল্টো স্রোতের কথা

তাতেই কি বা হবে
কিংবা এতেই কি বা হতো
সলতে পাকায় যারা
জানি তারাও আমার মতো!

-


31 DEC 2021 AT 18:35

জানো, আমি আগের মতো আর নেই;
এখন অনেক পরিণত।
এই তো কদিন আগেই তুমি স্বপ্নে এলে।
মাঝ সমুদ্রে আমরা দুজন,
হঠাৎ এক ঢেউ ভাসিয়ে নিয়ে গেল।
আমি চিৎকার করে ডেকেছিলাম, "তুমি আসবে?"
সাড়া দাওনি তুমি, শুধুই হেসেছিলে।

আমি আজও বুঝিনি সে হাসির মানে।
হয়তো আমার শেষ নিঃশ্বাসেই তোমার সুখ।
তবু, চেষ্টা করবো দুঃস্বপ্নের চাকা ঘোরাতে।
আবার তুমি স্বপ্নে আসবে, আমার রাজকন্যা হতে।

- collected

-


11 JUN 2021 AT 12:29

কফির কাপ মনখারাপ
লাজুক প্রেম কাঁধের তিল
একটা নাম চিঠির খাম
ফটোর ফ্রেম হোক সামিল
ভাবছি বেশ অন্য দেশ
হাত রাখি কার হাতে
কার বুকে মুখ রেখে
কাঁদবো আজ মাঝরাতে ...


-


30 MAY 2021 AT 14:15

যতটা পুড়ি ভিতর ভিতর ছাই হয়ে,
প্রিয় মানুষের কল্পনাতেই সঙ্গী হই..
তবুও ভাবি সব ঠিক হবে এই দুর্দিনে
আসলে আমরা ঠিক ততটা মন্দ নই।

-


30 MAY 2021 AT 14:04

এখনো আমরা মেঘ করলে অবাক হই,
এখনো আমরা বৃষ্টিপাতের জবাব চাই-
যতটা ভাবছো ততটা মন্দ নই..
হাত রাখলে হাতের উপর আবেগ পাই।

ঘেন্না চাষ আবাদ নিলাম বাজারে,
শিরদাঁড়া তে যুদ্ধবিমান দাঁড়িয়ে
শহর মাতবে মানুষ মিছিল হাজারে....
নেবেই হিসেব কতটি ফেলেছি হারিয়ে।

তাইতো আমরা কষ্ট পেলে চোখ ঢাকি,
খুব খুশিতে আগের থেকেও স্পষ্ট হই-
বোকা হয়েই ধরতে পারি সব চালাকি..
আসলে আমরা ঠিক ততটা মন্দ নই।

- Sourav Chakraborty (actor)

-


28 MAY 2021 AT 22:54

"Apne Hisse Ki Zindagi Toh Hum Kab Ki Jee Chuke,
Ab To Sirf Dhadkanon Ka Lihaz Karte Hai,
Kya Kare Inn Duniya Walo Ka,
Jo Aakhri Dhadkanon Pe Bhi Aitraaj Karte Hai."

-


28 MAY 2021 AT 19:46

"..Pata hai, yahan se bahut door, galat aur sahi ke paar, ek maidan hai, main wahaan milunga tujhe"

-


22 MAY 2021 AT 14:57

Yes, I overthink,

But not because
I want to be sad.

I just feel too much,
I value things, emotions,
people & promises.

-


12 MAY 2021 AT 21:43

Family👨‍👩‍👦‍👦
Love❤️
Salary💵
Mental peace🕉️



-


8 MAY 2021 AT 10:20

perhaps I lost one more opportunity to feel the beauty of morning & of cource the "sunrise" which remains a DREAM for those who might not able to taste the light again in their life!







-


Fetching Argha . Quotes