Arabinda Jana  
4 Followers · 6 Following

Joined 18 August 2019


Joined 18 August 2019
24 OCT 2020 AT 13:20

তোমরা আজ মন্ডপ থেকে মন্ডপ ঘুরে প্যান্ডেল হপিং করছো...

আর আমি Night duty তে ব্যস্ত

We are not same

-


25 MAR 2020 AT 21:57

কর্তব্যে অটল ডাক্তার নার্স
স্বাস্থ্যকর্মীরাও ছুটছে রোজ,
হাসপাতালে বন্দী জীবন
রাখছে না কেউ তাদের
নিরাপত্তার খোঁজ ।

-


17 MAR 2020 AT 0:31

তাঁরাই অন্যের চরিত্রের 'দোষ ' খুঁজে বেড়ায়, যাঁদের চরিত্রে নামমাত্র 'গুণ ' নেই ।

-


20 FEB 2020 AT 15:09

দীর্ঘ অপেক্ষার পর দুর্যোগের কালো মেঘ কেটে দুর্ভাগ্যের আকাশে একফালি রূপোলি চাঁদ উঁকি দিয়েছে । এই কুয়াশাস্নাত জ্যোৎস্না রাতে প্রেমের আবির গায়ে মেখে তোমার চোখের অতল গভীরে হারিয়ে যেতে চাই।

-


15 FEB 2020 AT 21:20

পরাজয় সে তো ক্ষণিকের হয়
কেন তা আঁকড়ে বাঁচো?
না পাওয়াগুলো সরিয়ে দূরে
বলোনা ভালো আছো ।

-


13 JAN 2020 AT 22:11

অপেক্ষাদের পারদ জমে
মনটা ভারি হয়,
অনুভবেতেই সামনে দেখি
বাস্তবে তা নয়।

-


11 JAN 2020 AT 14:13

জানালার ধারে বসে আছি
আকাশের দিকে তাকিয়ে,
মনটাও আজ মেঘলা খুব
সূর্য গেছে হারিয়ে ।

-


31 DEC 2019 AT 21:59

এক নিমেষে যেন হল
2019 পার,
2020 নতুন রঙে
রাঙিয়ে দেবে আবার।
কান্নাহাসি মেশা ছিল
পুরনো এই বছরে,
সে সব স্মৃতি পড়বে মনে
নতুন বছরের অবসরে।
ভাবলে হয়তো সেই কথা
মনে জাগবে নিরাশা,
নতুন আলো ফোটাবে জীবনে
আপনজনের ভালোবাসা ।
দুঃখ ব্যাথা হারিয়ে যাবে
জীবন থেকে গোপনে,
হৃদয় আবার ভরে যাবে
সুখ স্মৃতির স্বপ্নে।
সুখের দিনের যত স্মৃতি
রাখবে ধরে জীবনে,
দুঃখ যেন না ঠাঁই পায়
প্রিয়জনের মনে।
মান অভিমান যদি থাকে
সব যাবে ভুলে,
সুখের প্রদীপ জীবনেতে
সর্বদা রাখবে জ্বেলে।
নতুন সূর্য উঠবে জেনো
নববর্ষের আকাশে,
মুছে যাবে পুরনো যত
ধূসর আর ফ্যাকাসে।
নতুন ভোরে ভুলে যাবে
লজ্জা ঘৃণা অবসাদ,
হাসিমুখে গ্রহন করো সবাই
নববর্ষের স্বাদ।

-


10 DEC 2019 AT 13:49

কেউ হয়তো সাফল্যের চূড়ায়,
কেউ বা সব হারিয়ে নিঃস্ব;
ব্যর্থতার হিসেব মেলাতে যেও না কভু
নিরাশার ক্ষত লুকিয়ে রাখবে তবু।
স্বপ্ন দেখো নতুন ভাবে,
ভরসা রেখো কঠোর শ্রমে;
দু্র্গম পথে এগিয়ে চলো
সংগ্রাম করো বাঁচার জন্যে।
বিচ্ছেদের বেদনায় হয়তো নামবে অন্ধকার,
আশা রেখো , হবে আগামীতে সূর্যোদয়;
বিজয় কেতন উড়বে তোমার হাতে
অদম্য ইচ্ছায় দুনিয়াকে করবে জয়।
-Arabinda jana

-


7 DEC 2019 AT 22:28

গল্প তো সবার জীবনেই থাকে ;
কারোটা হয় ইতিহাস
আবার কারো গল্পে মাখা দীর্ঘশ্বাস।

-


Fetching Arabinda Jana Quotes