আমি বাসিন্দা এই পাড়ার
তোমার অন্য পাড়ায় বাড়ি;
যেখানে তোমার আসা মানা
তোমার আমার সাথে আড়ি।
তুমি ঢুকতে যদি আসো
তবে তাড়িয়ে দেব আমি;
তোমার মাথায় ওঠা মানা
আমি একলা জীবন গামী।
যখন ভোরের শিশির গুলো
তোমার কথার মত ঝরে;
আমি আঙুল দিয়ে সরাই
দেখি ভেঙে গুঁড়িয়ে পড়ে।
-
বাংলা ভাষায়
প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্ত... read more
আমায় যখন কিছু দিতে ইচ্ছে করবে ;
একগোছা জুঁই ফুল দিস তখন।
মাঝে মাঝে মাতাল হতে ইচ্ছে করে তো!!
সাদা রঙের মনকাড়া ওই গন্ধ শুঁকে মাতাল হব আমি।
চিনতে পারবি? চিনতে পেরে ডাকবি তো আবার, 'ওই শোন না বলে'?
একটা বেশ আলগা খোঁপা করে যদি দাঁড়াই তোর সামনে... লাগিয়ে দিবি জুঁই ফুলের মালাটা?
আচ্ছা বেশ, তোর কথা রেখেই না হয় সেদিন ওই বাসন্তী পাড় দেওয়া সাদা কোটা শাড়িটা পড়বো কলোমকারির ওই ব্লাউজ টার সাথে।
বৃষ্টি এলে ভিজব কিন্তু, একসাথে।
দেখবি ছিটেফোঁটা জল পড়ে আমার চুলে লাগানো একগুচ্ছ জুঁই কেমন সুবাস ছড়াচ্ছে।
তাই বলছি, লোভ লাগেনা বুঝি এসবের?
আমায় যখন কিছু দিতে ইচ্ছে করবে ;
একগোছা জুঁই ফুল দিস তখন।
কাগজে মুড়ে ঘরের সৌন্দর্য না, চুলে মুড়ে নিজেকে সুন্দর বানাবো।
দিবিনা?-
রেনকোট মোড়া স্কুল ছুটির দিনে
কাগজ দিয়ে নৌকা বানানোর সিনে
কাদা মেখে ফুটবল খেলা দেখে
ছাদের বুকে বৃষ্টি মাখার সুখে।
তখন ছিল আসল শৈশব
এখন সবই আধুনিকতায় ঠাসা,
বৃষ্টির জলে ভিজত শরীর, মন।
বৃষ্টি এখন ছবিবন্দি, নেপথ্যে সেলফোন।-
আমাদের হাতে একবার খুশি মুঠো ভরে দাও না!
দেখো এই ছোট্ট আঙ্গুলের ফাঁক দিয়ে তা গলে যাবে না।
আমাদের মুখে একবার আনন্দ লেপে দিয়ে দেখ!
কোনো অবাধ্য হাওয়ারও সাধ্য নেই উড়িয়ে নিয়ে যায়!
একবার জানলা খুলে স্বপ্ন বুনছিলাম চোখ বুজে,
চোখ খুলতেই..... কখন যে এতটা বড় হয়ে গেলাম.....-
বৃষ্টি তুমি প্রতিবার হেসে গল্প নিয়ে আসো
বৃষ্টি তুমি জলোচ্ছাসের নৌকা ধরে ভাসো।
বৃষ্টি তুমি চিলেকোঠায় বাঁধন খুলে ফেলো
বৃষ্টি তুমি অবাধ্যতায় আপন ডানা মেলো।
বৃষ্টি তুমি গাছের পাতায় ঠিকানা লিখে রাখো
বৃষ্টি তুমি শিশিরভেজা পাপড়ি মেলে দেখো।
বৃষ্টি তুমি নীরবে এলে, অপেক্ষায় রত;
বৃষ্টি তুমি চোখ ধাঁধিয়ে ভালোবাসায় মাতো।
-
ভাবনারা ছোটাছুটি করে আঙ্গুলের ফাঁকে
শব্দরা টান মারে, অনুভূতির ডাকে।-
জানতে দিয়ে বুঝতে দিয়ে পাশে থাকতে দিয়ে ভুল করছি না তো?
ওই ফাঁদেই আবার জড়িয়ে যাচ্ছিনা তো?
হাতটা তোর হাতে রেখে শান্তি পাওয়ার অনুভূতি নিয়ে ভুল করছি না তো?
কিছু ভুল তো শুধরে নেওয়ার, কিছু ভুল তো ভুলে যাওয়ার।
তবে এই ভুল টা কি ভুল না?
নাকি সামনের দরজাটা আমি শুধু ভেজিয়ে রেখেছি, খিল না দিয়ে।
নিজে থেকেই উথাল পাথাল হলে তোমার কথা ভাবার প্রথম কারণটা খুঁজে পেয়েছি আমি।
বাকি কারণগুলো চাপা পরছে, কারণ প্রথম কারণটাই আমার বরবাদ হবার জন্য যথেষ্ট।
এই হাত টেনে ধরে রাখতে গিয়ে ঘামে হাতটা পিছলে না যায়, আর যদি যায়। আরো একবার ভুল শুধরে নেওয়ার রাস্তা খুঁজব আমি।
-
Do whatever it takes to make me fall.
Break me into pieces you can never count.
I will still be yours.....
My love for you will still remain the same....
-
সময়ের ভারে নুইয়ে যাওয়া প্রেম যখন ঝোড়ো হাওয়ার মত এসে সব গুছানোর চেষ্টা করে, সেটা আরো ভারী হয়ে মাটিতে মিশে যায়, উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে..…
-