- আমার লক্ষী সোনা।
তাতানকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে আসে মহুয়া। তাতান ডাউন বেবি।
অভাবের সংসার। তবুও নিখিল বলেছিল.......
চোখ ছলছল করে ওঠে।
সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ এক ধূসর হাওয়া..... চলে গেল নিখিল।
তাড়াতাড়ি হাত চালায় সে। সময়মতো কাজে পৌঁছাতে হবে। তাতান থাকা সত্ত্বেও, এই বৃষ্টিবেলায় মহুয়ার খুব একলা লাগে।
রজনীগন্ধা খোঁপায় গুঁজে, মহুয়া পা বাড়ায় নিয়ন শহরের আঁধারে।
- Anwesha
27 APR 2019 AT 19:40