প্রচন্ড গরম, তাই নিস্তার পেতে রাতে স্নান করছে অরিন্দম, হঠাৎ বাথরুমের লাইট বন্ধ হয়ে যায়, সাথে দরজায় টোকা।
দরজা খুলতেই দেখে সাদা শাড়ি পরে একটি মেয়ে, মেয়েটির কোনো চোখ নেই, তার স্থানে দুটো গর্ত, শাড়ির আঁচলের নীচের থেকে বের হয়ে আসে একটি কঙ্কালের হাত।
"আমি এসব ছেলেখেলায় আর ভয় পাইনা পরিণীতা", বলেই পরিণীতাকে শাওয়ারের নিচে টেনে নিয়ে আসে সে; হেসে ওঠে পরিণীতা, বাথরুমের আয়নায় প্রতিচ্ছবি, আপনা আপনি চলছে শাওয়ার, নেই কোনো মানুষ।-
Anwesha Sikdar
(Anwesha)
363 Followers · 41 Following
A Medico
এইতো সবে জীবনের উনিশ বসন্ত পার করলাম
নেশায় লিখি পেশায় নয়
কিছুটা অন্তর্মুখী, তাই মন... read more
এইতো সবে জীবনের উনিশ বসন্ত পার করলাম
নেশায় লিখি পেশায় নয়
কিছুটা অন্তর্মুখী, তাই মন... read more
Joined 12 September 2018
2 JAN 2019 AT 22:23