Anwesha Das  
66 Followers · 35 Following

If you like my writing check out my Instagram page : @_poetry.and.nature
Joined 29 September 2020


If you like my writing check out my Instagram page : @_poetry.and.nature
Joined 29 September 2020
6 FEB 2022 AT 18:44

আকাশ আর সমুদ্রের মতোই,
আমরাও আজ বিচ্ছিন্ন
কোনো এক অজানা
দিগন্তরেখায় ।

- অন্বেষা

-


14 JUL 2021 AT 11:39

But dear,
I cannot be your
Easily attached
Dandelion petal
While you only knit
Pride of peacock feather.

-


11 JUL 2021 AT 13:25

You came in waves
And I just couldn't resist.

-


11 JUL 2021 AT 12:20

অনুরত আমার স্রোতে

নই যে আমি আকাশের তারা,
কীভাবে দেবো তাঁকে পাহারা ?
অগুন্তি নক্ষত্রদের ছাদ,
তবু সে আমার প্রিয় চাঁদ ৷
রেখেছি তাঁকে আমার অন্তরে,
যেতেও পারে সে অন্যের বন্দরে -
চায়না হতে কেউ বন্দী পাখি,
কীভাবে তাঁকে আটকে রাখি ?
যদি না চায় হতে সে আমার সাথী,
কেন হব তাঁর এক নিভন্ত বাতি ?
যদি হয় সে অনুরত আমার স্রোতে,
জানি আসবে সে আমারই বেলাভূমিতে ৷
- অন্বেষা

-


10 JUL 2021 AT 15:39

মোম আর শিখা

তাঁর একাকী রাতে
আমি তাঁর সাথে
চাইনি হতে তাঁর মোম,
তাঁর আগুনে দগ্ধ আমার ভ্রম ৷
বুঝিনি ছিল না সে অনন্ত ঢেউ
আমার তীরে - বুঝতে দেয়নি সেও,
পারিনি হতে তাঁর আসক্ত মথ,
তাঁর বেপরোয়া শিখার পথ ৷

ছিল সে আমার দ্বারে আগন্তুক,
চাইনি হতে আমি তাঁর সাময়িক সুখ -
হয়েছি সঙ্গিনী পূর্নিমা চাঁদের,
চাঁদনী সঙ্গিনী আমার নিঃসঙ্গ রাতের,
বলে তার কিরণের আড়ালে কলঙ্ক কাহিনী,
হয়েছি আমি তার একনিষ্ঠ স্বপ্নচারিনী ৷
- অন্বেষা

-


9 JUL 2021 AT 12:15

Once more the
Same apologizer
At my door,
But the canvas
of my feelings
Has gone blank,
His brushwork no
More appears there.

-


9 JUL 2021 AT 12:11

আবারও একই ক্ষমাপ্রার্থী
আমার দ্বারে,
তবু আমার অনুভূতির ক্যানভাস
ফাঁকা হয়ে রয়েছে,
সেখানে তাঁর তুলির রঙ গুলি
যেন আর স্পর্শ করে না ৷
- অন্বেষা

-


2 JUL 2021 AT 22:17

তাঁর অপেক্ষায় থাকা আর
শুষ্ক বিবর্ণ ফুলে মধুর
খোঁজ করা দুই সমান ৷
- অন্বেষা

-


24 APR 2021 AT 4:31

Sunshine cannot please
The lovers of nightfall -
Always know your worth.

-


1 APR 2021 AT 20:25

একাকী

একাকী মরুভূমিও তার
একাকীত্ব এড়াতে
মরিচীকার স্বপ্ন আঁকে,
একাকী সমুদ্র সৈকত
অপেক্ষায় থাকে ঊর্মিল ঢেউয়ের,
শত ফুলের সঙ্গী প্রজাপতিটিও
দিনের শেষে ঘনিষ্ঠতা চায় ৷
আর আমি তো একাকী,
চার দেয়ালের মাঝে নিদ্রাহীন -
স্মৃতির ভিড়ে আজ স্বপ্নহীন ৷
কীভাবে আপস করি একাকীত্বের সাথে -
স্নেহহীন এই একাকী রাতে?

- অন্বেষা |

-


Fetching Anwesha Das Quotes