Anuj Karmakar   (Anuj Karmakar)
16 Followers · 3 Following

Still finding
Joined 22 January 2018


Still finding
Joined 22 January 2018
12 DEC 2020 AT 1:47

আলো আঁধারের পারে,
মুক্ত পাহাড় ধরে,
হারিয়ে যেতে চাই,
সুরের নদীর পারে।

#ইচ্ছে

-


30 SEP 2020 AT 2:37

ঘুম আসে ঘুম যায়,
অলীক ইচ্ছের দরিয়ায়।
স্বপ্ন গুলো আজও যেন,
ছাই হয়েও ঘি ঢেলে যায়।
#🤔

-


1 SEP 2020 AT 19:23


*- ইচ্ছে পূরণ -*
চাওয়া পাওয়া- নিজের কাছে ভালো।
ভাবনা- নিজেকে নিয়ে ভালো।

-


11 JUN 2020 AT 1:26

শেষ কথা

জীবন নদী পেরিয়ে,
যখন ছেড়ে গিয়েছিল তরী।
ভাবিসনা তখন ভুল,
কারণ তোর হাতে ছিল দড়ি।

ওপারের দাড়িয়ে এপারের কথা,
আসবে নিশ্চয়ই কখনো মনে।
ছেলেবেলা শুধু হারিয়েই হয়,
হয়তো খুঁজে পাবি কখনো মনের এক কোণে।

-


6 JUN 2020 AT 18:48

যখন ঘনকালো মেঘ আসে আকাশে,
আর হাওয়া দিয়ে যদি উড়ে না যায়,
তাহলে সবকিছু ভাসিয়ে দিয়ে মুছে নিয়ে যায়।

-


5 MAY 2020 AT 23:49

সবকিছু বোঝানো হয়না,
কিছু কিছু বুঝে নিতে হয়।
সময় শুধু হেসে হেসে বলে,
দেখ, এমন পাওয়া পাওয়া নয়।

-


30 APR 2020 AT 4:40

যখন দিনের আলো ফোটে রাত্রি পালায় ছুটে,
মিলতে হবে তবুও ওই সন্ধ্যের ঘাটপারে।

-


10 APR 2020 AT 11:44

কাঠপেন্সিল, খাতা ও রাবার-এর সম্পর্কটা দারুন।
পেন্সিল আর খাতার মাঝে রাবার ঢুকে পড়ে কিন্তু পেন্সিলের দাগটা মুছে দিলেও ছাপটা মুছতে পারেনা।
মানুষের মধ্যেও সম্পর্ক গুলো একি কাঠপেন্সিল, খাতা ও রাবার-এর মত।

-


31 MAR 2020 AT 2:45

জানা অজানার মুহুর্তটাই সবচেয়ে ভালো হয়ে থাকে,
বেশিরভাগটা জেনে গেলে হয়তো পথ পরিবর্তন হতে থাকে।
কিন্তু তবুও কিছুটা বাকিতো থাকে!
যেটা হয়তো সবশেষে বোধগম্ম হতে পারে। 🙃

-


30 MAR 2020 AT 3:11

পথিক নেই দুর দুরান্তে,
তবুও হেঁটে চলি নির্জন প্রান্তে।
কত কাঁটা ঘাঁ আসে পথ চলতে,
কে বলেছে তোমায় তোমার গল্প বলতে?

-


Fetching Anuj Karmakar Quotes