বৃষ্টি শুরুর অপেক্ষায় আছি
বর্ষা শেষে কাঁদতে শিখে যাবো...-
শিখতে এসেছি
দায়িত্ব আপনাদের উপর দিলাম, ভালো শেখানোর ...
অগ্রিম ধন্যবাদ ...
এক কুয়াশা অবিশ্বাসে ঘিরে
বেঁচে কি থাকা যায় অবিরাম?
স্খলিত হৃদয়ের ক্ষয় অবিরত,
মৃত্যুর লোভে পাপী আজ আমি
বিষ ভেবে করি অমৃত পান ...
-
সে যে অধরা-
যদি আগে জানতেম,
সে রোজ অবাধ্য হলেও
তাকে কি সাথে বেঁধে রাখতেম?-
অপেক্ষারা প্রহর গোনে
দিন শেষ হয় নালিশের বেশে-
বাস্তব আমার সমাধিতে লুকোয়,
সময়ের চিতায়, 'সখের' ভস্মে ...-
ক্লান্তি নামছে দু'চোখ জুড়ে
যদিও স্পষ্ট হচ্ছে পৃথিবী এবার
ব্যর্থতারা এখন কোলাহলে হারাবে,
হবে অভিযান শুরু তোমাকে খোঁজার|-