পুনর্মিলন
অন্ত দেখি মেলেনা কিছুতে
হাজার ভুলে ভরা সব ছত্র,
দীর্ঘদিন অনভ্যাসে থাকায়
ছন্দ লিখেছে বিদায়ের পত্র।
ছন্দ বিদায় না হয় নিলাম মেনে
দেখি সৃষ্টিসুখও চলে যাচ্ছে এবার,
দিনের শেষে ব্যর্থতাটাই প্রকট-
সত্যি দেখছি সময় এসেছে ভাবার।
দিনগুলো যেন লাগছে একরকম-
রোজনামচায় একঘেয়েমির গ্রাস,
হতাশা-ক্রোধে কাতর আমি বলি;
'ভাসিয়ে দিই কবি হওয়ার আশ!'
ভেজা চোখে তাকিয়ে দেখি আমি
সাজানো স্বপ্ন হচ্ছে ধূলিসাৎ,
তখনই আমার আশাবাদী মন বলে;
'জেগে ওঠ, কর আবার বাজিমাৎ!'
আবার বসি কলম-খাতা নিয়ে
লিখতে থাকি মনে আসে যা কিছু,
হঠাৎ দেখি ছন্দ এসেছে ফিরে-
সৃষ্টিসুখকে নিয়ে তার পিছু পিছু।।- অন্তরা ব্যানার্জী
10 APR 2020 AT 0:22