জোনাকিরা আলো দিয়েছে
সে যে কত আগে।
এখন অনেক রাত,
রাত বাড়লে খুব একা লাগে।
পাহারাদার বাঁশি বাজায়,
হাঁক দেয়, 'কে জাগে?'
সবাই বুঝি ঘুমিয়ে গেছে,
এই রাতটায় খুব একা লাগে।
চিন্তারা সব ভিড় করে
মাথায়, কেমন ক্লান্তি লাগে।
চোখের পাতা এক হয়না,
শুধুই তখন একা লাগে।
বাইরে থেকে শোনা যায়
ওই যে কিছু পাখি ডাকে,
ঘুম বুঝি ওদের শেষ হল,
ঘুম না হলে বড় একা লাগে।
সূর্যের আলো ওই ফুটছে,
চাঁদটাকে এবার ঝাপসা লাগে;
রাত কি আছে আর?
এই সময়টা খুব একা লাগে।-
An optimist. 😊
🌸 শুভ নববর্ষ ১৪৩২ 🌸
নতুন বছরের এই পবিত্র সূচনালগ্নে সকলকে জানাই
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
পুরোনো বছরের ক্লান্তি, গ্লানি আর দুঃখ ঝেড়ে ফেলে নতুন আশায়,
নতুন স্বপ্নে ও নতুন সম্ভাবনায় শুরু হোক আমাদের পথচলা।
এই নতুন বছর হোক আনন্দ, শান্তি, সুস্থতা এবং সাফল্যে ভরপুর।
নতুন সূর্য উঠুক শান্তি, শুভবুদ্ধি আর মানবিকতার আলো নিয়ে।
নববর্ষের এই পবিত্র মুহূর্তে আমাদের প্রার্থনা—
ভালো থাকুন সবাই, গড়ে উঠুক এক ভালোবাসার সমাজ।
যেখানে হিংসা নয়, থাকবে সহানুভূতি; বিভাজন নয়, থাকবে মিলন;
আর থাকবে একে-অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি।
আসুন, আমরা একসাথে গড়ে তুলি এমন এক সমাজ—
যেখানে ছোটদের জন্য থাকবে নিরাপদ ভবিষ্যৎ,
যুবাদের জন্য থাকবে সুযোগ আর আশা,
আর গুরুজনদের জন্য থাকবে সম্মান আর শ্রদ্ধার বন্ধন।
এই নববর্ষ হোক সৌহার্দ্য, সম্প্রীতি আর সহমর্মিতার এক নতুন দিগন্ত।
বর্ণ, ভাষা, ধর্ম নির্বিশেষে আমরা যেন সবাই হতে পারি একে অপরের শক্তি।
শুভ নববর্ষ!
ভালো থাকুন, ভালো রাখুন।-
ভাবছো ওরা লড়ছে, লড়ুক।
কী আর হবে বিচার চেয়ে?
মা, বোন তোমার নিরাপদ তো?
কিংবা তোমার বাড়ির মেয়ে?
-
অভয়া,
তোমায় চিনি না।
না না চিনতাম,
ইদানিং তোমার আসল চেহারাটা
ঠিক মনে পড়ছে না।
হয়তো ক্ষনিকের স্মৃতিভ্রম;
তবে কেন জানিনা বারবার
মনে পড়ে যাচ্ছে একটা মুখ,
তাতে কোনো পশুর অজস্র আঁচড়।
আমি চাই আবার একটা স্মৃতিভ্রম,
যাতে পুরোপুরি তোমাকে ভুলে যাই,
নয়তো যোগ্য একটা বিচার চাই,
আর তারপর দেখতে পাই তোমার
আগের সেই মুখটা আকাশ থেকে হাসছে।।
-
এই শহরে অনেক দূরে
ঘর ছেড়ে খুব একা সে,
উৎসবের রঙ রঙিন তবু
তার কাছে খুব ফ্যাকাশে।-
হঠাৎ গতি হারায়ে
যখন রুদ্ধ হয় নদী,
একবার ডেকে যদি
বলতে তুমি জড়ায়ে
(ওগো) ভালোবাসি আজও,
আবার প্রাণ পেয়ে
সাগরে যেতো ধেয়ে,
যেমন তুমি আমারে খোঁজো।
হয় না কথা বলা,
পাগল নদীও হয় রুদ্ধ,
নিজের সাথে যুদ্ধ,
শুধু একটু অবহেলা;
আর কি তাকালে ফিরে?
অভিমানের ব্যাধি,
শুকায়ে যায় নদী,
ফেরা হয়না আর সাগরে।-
#বিজয়া
এই তো কদিন আগেই মর্তে এলি মা,
আর ক'টা দিন থেকে গেলে মন্দ হত না।
তোকে ঘিরে কত উল্লাস কত আনন্দ,
শরৎ মেঘে, কাশ ফুলে পুজোর গন্ধ।
সেই তুই যাচ্ছিস চলে আমাদের ছেড়ে,
আবার অপেক্ষার পালা একটা বছর ধরে।
নতুন জামা কেনাকাটা, হৃদয় বাঁধনহারা,
এতদিনের আয়োজন বৃথা তোকে ছাড়া।
কত লোকের খাটনি সব, গড়লো প্রতিমা,
প্যান্ডেল গুলো রইল পড়ে, তুই থাকবি না।
বেশ ছিলাম দুঃখ ভুলে, কাজের থেকে ছুটি,
আবার সেই জীবনযুদ্ধ জোগাড় করতে রুটি।
এতদিনের অপেক্ষার যখন হল অবসান,
কদিন আগেই এলি, আবার আজই ভাসান।
এই তো কদিন আগেই মর্তে এলি মা,
আর ক'টা দিন সবার সাথে থাকা যেত না?-
মায়ের পেটের না হয়েও
যারা আমার ভাই,
সকলকে বন্ধুত্ব দিবসের
শুভেচ্ছা জানাই।
চেনা হোক বা অচেনা,
পাশে যারা দাঁড়ায়,
বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা
তাদেরকেও জানাই।
-
মা কে নিয়ে দিন হয় নাকি?
মা তো রোজই মা।
মা যে আমার জন্মদাত্রী,
তার নেইকো তুলনা
মা মানে স্নেহ-মমতা
ভালোবাসায় নেই ছল,
মা মানে আমায় বকলে
নিজের চোখেও জল।
মা মানে নিজে না খেয়ে
আমায় খাইয়ে দেওয়া,
মা মানে দুষ্টুমি করলে
বাবাকে বলে দেওয়া।
মা আমার দুই হাতেতেই
জ্যান্ত দশভূজা;
মাতৃরূপেন সংস্থিতা
তোমায় করি পূজা।
বাড়ির বাইরে থাকতে হলে
মিস করি তোমার রান্না।
শরীর খারাপে মা পাশে নেই,
ভেবেই আসে কান্না।
মাকে নিয়ে লিখে কি আর
শেষ করতে পারি?
মা যে আমার জীবনে দেখা
সর্বশ্রেষ্ঠ নারী।।-